মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সোনাইকুন্ডি গ্রামের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব গিয়াস উদ্দিন এর দাফন সম্পন্ন হয়েছে। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৭ বছর, তিনি স্ত্রী ও তিন পুত্র সন্তান, নাতি নাতনি সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৫ জুলাই শনিবার সকাল ১১ টায় অসুস্থ অবস্থায় তিনি নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসা গোরস্থান মাঠে বাদ আছর তার জানাজার নামাজ শেষে সেখানে তার দাফন সম্পন্ন হয়। জানাযায় এলাকার হাজার হাজার মুসল্লী সহ সাংবাদিক ও শিক্ষক বৃন্দ অংশ গ্রহন করেন।
আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার দীর্ঘদিন যাবৎ সোনাইকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। তার অগণিত ছাত্র-ছাত্রী বিভিন্ন উচ্চ পদে প্রতিষ্ঠিত। গত ২০০৮ সালে তিনি অবসরে যান। তিনি শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন সামাজিক মূলক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। তিনি আল্লার দর্গা প্রেসক্লাবের উপদেষ্টা হিসেবে দীর্ঘ ১৭ বছর নিযুক্ত ছিলেন। তার মৃত্যুতে আল্লার দর্গা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দ শোক প্রকাশ করেছেন, সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। ছবি : কুষ্টিয়ার দৌলতপুরে আলহাজ্ব গিয়াস উদ্দিন মাস্টার এর দাফন সম্পন্ন।
কিউএনবি/অনিমা/০৫ জুলাই ২০২৫,/রাত ৯:১৩