মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় মাদকাসক্ত এক যুবকের ছুরিকাঘাতে শাহীন মিয়া (৩২) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শাহীন মিয়া মির্জানগর ইউনিয়নের মেঝেরকান্দি গ্রামের খালেক মিয়ার ছেলে। তিনি হাসনাবাদ বাজারে স্যানিটারি পণ্যের ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শাহীন ট্রেড লাইসেন্স করতে আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদে গেলে সেখানে উপস্থিত শামীম (৪০) নামের এক ব্যক্তি হঠাৎ কোনো কারণ ছাড়াই হাতে থাকা ধারালো দা দিয়ে তার ওপর হামলা চালায়। শামীম হাসনাবাদ গ্রামের বাসিন্দা এবং জালু মিয়ার ছেলে। এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করার পর স্থানীয়রা শাহীনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত শামীম একজন পরিচিত মাদকাসক্ত এবং মানসিকভাবে বিকারগ্রস্ত। তিনি দীর্ঘদিন ধরে ইউনিয়ন পরিষদের বারান্দায় অবস্থান করে আসছিলেন এবং এর আগেও একাধিক ব্যক্তির ওপর হামলা চালিয়েছেন। ঘটনার পর স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আটক ব্যক্তিকে পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।”
কিউএনবি/আয়শা//০২ জুলাই ২০২৫,/রাত ৯:৪৪