মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি : শিকলে বাঁধা অবস্থায় জানালার গ্রীলের ভেতর থেকে পথচারীদের উদ্দেশ্যে হাত নেড়ে সালাম দিচ্ছেন,এক তরুন আবার আবোলতাবোল কথা বলছেন। হৃদয় স্পর্শী এই দৃশ্যটি দেখে চোখ আটকে যাবে যে কারো। খোঁজ নিয়ে জানা যায়, এই তরুণের নাম তোরাব আলী (৩০)। তিনি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের বৈলাইন গ্রামের বাসিন্দা।
তোরাব আলী স্থানীয়ভাবে সিএনজি চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। পরিবার সূত্রে জানা যায়, তার জীবনের এই বেদনাদায়ক পরিণতির পেছনে রয়েছে ভয়ঙ্কর এক বাস্তবতা মাদক। বাড়ির পাশেই দীর্ঘদিন ধরে চলে আসছে সক্রিয় মাদকচক্রের কার্যক্রম । ইয়াবা বিক্রেতাদের প্রলোভনে পড়ে ধীরে ধীরে নেশার জগতে ঢুকে পড়ে তোরাব। পরিবার একাধিকবার চেষ্টা করে তাকে ফেরাতে। এক পর্যায়ে তাকে একটি মাদক নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসা শেষে ফিরে এসে কিছুদিন ভালো থাকলেও পুনরায় পুরনো সঙ্গীদের মাধ্যমে আবার মাদকে জড়িয়ে পড়ে সে।
ফলাফল এক সময়ের কর্মক্ষম পরিবারের একমাত্র উপার্জনকারী এই তরুণ এখন মানসিক ভারসাম্যহীন, নিজ বাড়িতে শিকলে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছেন। স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, আমদিয়া ইউনিয়নে অন্তত দশ থেকে পনেরোটি সক্রিয় মাদক স্পট রয়েছে এরমধ্যে তোরাব আলীর গ্রামেই রয়েছে চারটি মাদক স্পট। অভিযোগ রয়েছে, এইসব চক্র নিয়ন্ত্রণ করছে স্থানীয় এক প্রভাবশালী পুলিশ কর্মকর্তার আত্মীয়-স্বজনেরা। ইয়াবা বিক্রির মাধ্যমে তৈরি করা হয়েছে একটি শক্তিশালী সিন্ডিকেট, যারা কিশোর, তরুণ এমনকি প্রাপ্তবয়স্কদেরও সুকৌশলে মাদকসেবনে আসক্ত করে তুলছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, এখানে মাদকের বিরুদ্ধে কিছু বলার সাহস নেই কারও স্থানীয় মসজিদের ইমাম সাহেব মাদকের বিরুদ্ধে বয়ান ও গ্রামবাসীদের নিয়ে মাদক বিরোধী মিছিল করায় চাকরি হারান। স্থানীয়রা অভিযোগ করে বলেন সবাই সব কিছু জানে, কিন্তু কেউ মুখ খুলে না। তারা বলেন প্রশাসনও চুপ আমদিয়ায় মাদক বিরোধী কোনো অভিযানও হয়না। স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, একজন তোরাব আলীর জীবন ধ্বংস হওয়া নিছক একটি দুঃখজনক ঘটনা নয়, এটি আমাদের সমাজ ব্যবস্থার একটি গভীর সংকেত। আজ তোরাব শিকলে বন্দি, কাল হয়তো আরও অনেক তরুণ একই পরিণতির শিকার হবে।
চলবে…
কিউএনবি/আয়শা//২৮ জুন ২০২৫, /বিকাল ৪:৫৮