শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৩:৫৪ পূর্বাহ্ন

পঞ্চগড়ে আলু সংরক্ষণ ও বিপণন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৪৪ Time View

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : কৃষি বিপণন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন “ আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন কলাকৌশল” বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তর পঞ্চগড়ের আয়োজনে এবং আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প, কৃষি উন্নয়ন অধিদপ্তর ঢাকা’র বাস্তবায়নে রবিবার ( ২২ জুন) কৃষি বিপণন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে দিনব্যাপি এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

এতে“ আলু সংগ্রহত্তোর ব্যবস্থাপনা, গৃহ পর্যায়ে আলু সংরক্ষণ ও বিপণন কলাকৌশল” বিষয়ক কৃষক বিপণন দলের ৩০ জন প্রশিক্ষনার্থী প্রশিক্ষণে অংশ নেন। প্রশিক্ষণে কৃষি বিপণন অধিদপ্তরের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য ও কার্যক্রম, আলুর প্রক্রিয়াজাতকরণ ও বহুমূখী ব্যবহার,বসতবাড়ীতে আলু সংরক্ষণ পদ্ধতি, রপ্তানীযোগ্য আলুর জাতের উৎপাদন কলাকৌশল ও জিএপি এবং আলুর সুষ্ঠু বিপণন ও রপ্তানী বৃদ্ধিতে করণীয় সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন আলুর বহুমূখী ব্যবহার, সংরক্ষণ ও বিপণন উন্নয়ন প্রকল্প,ঢাকা’র উপ-প্রকল্প পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ শামীম, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোছাঃ মুআল্লেমা খানম ও কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মোঃ আব্দুর রহিম। প্রশিক্ষনার্থীরা বলেন, এ প্রশিক্ষণে এসে আলু সম্পর্কে বহু অজানা তথ্য জানতে পেরেছি। এ প্রশিক্ষণ আলু সম্পর্কে আমাদের অনেক ধারণা দিয়েছে। এ প্রশিক্ষণ আমাদের অনেক কাজে লাগবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ জুন ২০২৫, /দুপুর ২:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit