মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট : ‘গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন’ বিষয়ক এক কর্মশালা জয়পুরহাটে অনুষ্ঠিত হয়েছে।সোমাবার (২৩ জুন) সকাল ১০ টায় জয়পুরহাট জেলা প্রশসনের আয়োজনে সার্কিট হাউজ সভা কক্ষে দিনব্যাপী এ কর্মশার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।
এসময় কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, সহকারী কমিশনার মিজানুর রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক ইমাম হাশিম, গ্রাম আদালতের জেলা ম্যানেজার রাজিউর রহমান রাজু ও জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক।কর্মশালায় ইউনিয়ন পরিষদের এখতিয়ারাধীন বিরোধ ও বিবাদের সহজ ও দ্রুত নিষ্পত্তির লক্ষে গ্রাম আদালত সম্পর্কে সাধারণ জনগনের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরিকল্পা আলোচনায় উপস্থাপন করা হয়।
কিউএনবি/অনিমা/২৩ জুন ২০২৫, /দুপুর ২:০৫