শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শার উলাশী ইউনিয়নের ধলদা গ্রামে ভ্যান থামিয়ে খাদ্য সহায়তা কর্মসূচির চাল ছিনতাইয়ের অভিযোগে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে শার্শা থানা পুলিশ। আটককৃতরা হলো উলাশীর ধলদা গ্রামের মৃত আব্দুর রাজ্জাক বিশ্বাসের ছেলে মিজানুর রহমান বিশ্বাস(৫০) ও মসলেম বিশ্বাসের ছেলে মোঃ লাল্টু বিশ্বাস(৪০)। চাল ছিনতাইয়ের ঘটনার পরদিন শনিবার গভীর রাতে শার্শা থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের নামে চাল ছিনতায়ের মামলা দিয়ে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে।
এ ব্যাপারে আটককৃতদের পরিবারের স্বজনেরা জানান,মিজান ও লাল্টু চাল ছিনতাইয়ের সাথে জড়িত না। যারা চালছিনতায়ের সাথে জড়িত তাদেরকে না ধরে পুলিশ নিরপরাধীদের আটক করেছে বলে অভিযোগ করেন। এ ব্যাপারে জানতে চাইলে শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শহিদুল ইসলাম শহীদ জানান, গত বৃহস্পতিবার উলাশী ইউনিয়নে উপকারভোগী সদস্যদের ভিডব্লিউভি তালিকা ভুক্ত নারীদের মাঝে চাল বিতরন করেন।তিনি বলেন এই চাল ভ্যান যোগে বাড়ি ফেরার পথে ধলদা গ্রামের কয়েকজন ব্যাক্তি উপকারভোগী ঐ নারীদের থেকে চালছিনিয়ে নেয়।
যে ঘটনায় মুল অভিযুক্তদের বাদ দিয়ে নিরপরাধীদের আটক করা হয়েছে। শহিদুল ইসলাম শহীদ বলেন একটি মহল উলাশী বিএনপি’র ভাবমুর্তি ক্ষুন্ন করতে এমন ধরনের কাজে লিপ্ত হয়েছে বলে সাধারন কর্মিরা মনে করেন। তিনি বিষয়টি তদন্ত করে চাল ছিনতাইয়ের সাথে জড়িতদের বিরুদ্ধে দলীয় ভাবে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা ও জেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি কামনা করেছেন। এ ছাড়া আইনগত ব্যবস্থার নেওয়ার জন্য প্রশাসনের প্রতি দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা অভিসার ইনচার্জ (ওসি) কে এম রবিউল ইসলাম জানান, ধলদার চাল ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের ছাড় দেওয়া হবে না। সে যেই হোক তাকে আটক করে আইনের আওতায় নেওয়া হবে।তিনি বলেন এ ঘটনার সাথে জড়িত দুজনকে আটক করে আদালতের মাধমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। বাকীদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
কিউএনবি/আয়শা/২ আগস্ট ২০২৫/রাত ৮:৪৪