 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদের নতুন কোচ হিসেবে যাত্রা শুরু করলেন জাবি আলোনসো। সাবেক এই মিডফিল্ডার খেলোয়াড়ি জীবনেই ক্লাবটির হয়ে জিতেছিলেন চ্যাম্পিয়ন্স লিগসহ অনেক শিরোপা। এবার নতুন ভূমিকায়, নিজের প্রিয় ক্লাবের দায়িত্ব নিতে এসেছেন অন্যরকম এক চ্যালেঞ্জে।
স্পেনের মাটিতে পা রেখেই নিজের আত্মবিশ্বাস ও দায়িত্ববোধ প্রকাশ করেছেন আলোনসো। কার্লো আনচেলত্তির স্থলাভিষিক্ত হয়ে শুরু করেছেন নতুন অধ্যায়। আনচেলত্তি ২০১৩ থেকে ২০২৫ পর্যন্ত দুই দফায় রিয়ালকে ১৫টিরও বেশি ট্রফি এনে দিয়েছিলেন। সেই লিগ্যাসি টেনে নেওয়ার দায়িত্ব এখন জাবির। রিয়ালের ইতিহাস সমৃদ্ধ করার পেছনে নিজের সাবেক গুরুর অবদানের কথা অকপটেই স্বীকার করেছেন লেভারকুসনকে জার্মানির চ্যাম্পিয়ন বানানো এই কোচ।
“আনচেলত্তি না থাকলে আমি হয়তো এখানে আসতেই পারতাম না”
প্রথম সংবাদ সম্মেলনে আলোনসো বলেন, “আমি এমন একজন মানুষের জায়গা নিতে যাচ্ছি যিনি আমার ওপর গভীর প্রভাব ফেলেছেন—একজন দারুণ কোচ এবং অসাধারণ মানুষ। আনচেলত্তির মতো একজন কিংবদন্তির কাছ থেকে এই দায়িত্ব পাওয়া সম্মানের। আমি জানি, প্রত্যাশা অনেক, কিন্তু আমি ক্লাবকে তার প্রাপ্য জায়গায় নিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। “
লেভারকুসেনের সাফল্য থেকে মাদ্রিদে প্রত্যাবর্তন
অল্প দিনের কোচিং ক্যারিয়ারে জাবি আলোনসো নজর কাড়েন জার্মান ক্লাব বায়ার লেভারকুসেনের কোচ হয়ে। তাদের ইতিহাসের প্রথম বুন্ডেসলিগা শিরোপা জেতান, সঙ্গে আরও দুটি ঘরোয়া শিরোপা। সেই সফলতাই তাকে এনে দিয়েছে রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের ডাগআউটের সুযোগ।
“আজকের দিনটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আমি বহু বছর দূরে ছিলাম, কিন্তু রিয়ালের সঙ্গে আমার সম্পর্ক কখনও শেষ হয়নি। এই ক্লাব আমার ঘর। এখানে ফিরে আসতে পেরে কৃতজ্ঞ। আমার ওপর যে বিশ্বাস দেখানো হয়েছে, তার মর্যাদা রাখতে আমি প্রস্তুত। আমি বুঝতে পারছি, সমর্থকরাও নতুন এক অধ্যায়ের জন্য প্রস্তুত,”—জাবি বললেন আবেগভরা কণ্ঠে।
দলকে ঘুরে দাঁড় করানোর অঙ্গীকার
রিয়াল মাদ্রিদ সদ্য সমাপ্ত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো থেকেই বিদায় নেয়, আর লা লিগায় শিরোপা তুলে নেয় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা। এমন হতাশাজনক সময় কাটিয়ে উঠতে আলোনসোর কণ্ঠে শোনা গেল সাহসী উচ্চারণ:
“আমাদের দলে চমৎকার কিছু খেলোয়াড় আছে। আমি ভরসা নিয়ে এসেছি, অনেক উচ্ছ্বাস আর শক্তি নিয়ে এসেছি। রিয়াল মাদ্রিদের মতো ক্লাবের সঙ্গে মানানসই সাফল্য অর্জন করাই আমাদের লক্ষ্য। “
“এই দলটা যেন সবাই ভালোবাসে”—সমর্থকদের উদ্দেশে বার্তা
সংবাদ সম্মেলনের শেষদিকে আলোনসো বলেন, “আমি চাই, মানুষ আমাদের খেলা দেখে বলুক—এই দলটাই আমার পছন্দ। আমি চাই, মানুষ মাঠে আসুক আনন্দ পেতে। যদি আমরা এই অনুভূতি জাগাতে পারি, তবে আমরা হইয়ে উঠব এক অপ্রতিরোধ্য শক্তি। আমরা জানি, আমরা অনেক বড় কিছু করতে পারি। “
তথ্যসূত্র- টিওয়াইসি স্পোর্টস
কিউএনবি/আয়শা/২৭ মে ২০২৫, /রাত ১২:০০