ডেস্ক নিউজ : অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরির পাশাপাশি একাধিক রেকর্ড গড়েছেন ভারতের জেমিমা রদ্রিগেজ। নারী ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে রান তাড়ায় সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন জেমিমা। নারী ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে নবম সেঞ্চুরি এসেছে জেমিমার ব্যাট থেকে। তবে গতকাল বৃহস্পতিবার সেঞ্চুরি করে বিশ্বকাপের ৫৩ বছরের ইতিহাসে রেকর্ড গড়েছেন ভারতীয় ব্যাটার। যা এর আগে কেউ করতে পারেননি।
নকআউট পর্বে রান তাড়া করতে নেমে প্রথম সেঞ্চুরি করেছিলেন ইংল্যান্ডের ন্যাট সিভার ব্রান্ট। কিন্তু ২০২২ সালের ফাইনালে তার ১৪৮ রানের ইনিংস অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি। জেমাইমার ১২৭ রানের ইনিংস সেমিফাইনালে ভারতকে জয় এনে দিয়েছে। অর্থাৎ, বিশ্বকাপের নকআউট পর্বে সফল রান তাড়া করার ক্ষেত্রে প্রথম শতরানকারী হলেন ভারতীয় এই ব্যাটার। ব্রান্ট এবং জেমিমা ছাড়া আর কেউ বিশ্বকাপের নকআউট পর্বের দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করতে পারেননি। সে দিক থেকে জেমিমা বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার।
ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে সেঞ্চুরি করেছেন জেমিমা। ২০১৭ সালের বিশ্বকাপের নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ রানের ইনিংস খেলেছিলেন হারমানপ্রীত কৌর। সেই ম্যাচেও জয় পায় ভারত। কিন্তু হারমানের শতরান এসেছিল ম্যাচের প্রথম ইনিংসে। এদিন আরও একটি রেকর্ড গড়েছেন জেমিমা। অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়া করার ক্ষেত্রে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড গড়েছেন তিনি। ২০১২ সালে সুজি বেটিস ১২২ রানের ইনিংস খেলে অস্ট্রেলিয়াকে হারিয়েছিলেন। এত দিন পর্যন্ত সেটাই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে সফল রান তাড়ার ক্ষেত্রে কোনও ব্যাটারের সবচেয়ে বেশি রান।
দ্বিতীয় কনিষ্ঠতম ব্যাটার হিসেবে বিশ্বকাপের নকআউট পর্বে শতরান করেছেন জেমিমা। নারীদের ওয়ানডে বিশ্বকাপের নকআউট পর্বে সবচেয়ে কম বয়সে শতরান করার রেকর্ড অস্ট্রেলিয়ার ফোবে লিচফিল্ডের দখলে। তিনিও বৃহস্পতিবার ভারতের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ২২ বছর ১৯৫ দিন বয়সে। জেমিমার শতরান ২৫ বছর ৫৫ দিন বয়সে।
 
 
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/বিকাল ৫:১৬