 
																
								
                                    
									
                                 
							
							 
                    বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় অভিনেতাদের একজন শাহরুখ খান প্রথমবারের মতো অংশ নিলেন ফ্যাশনের সর্বোচ্চ আসর মেট গালায়। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রেড কার্পেটে হাঁটেন বলিউড বাদশা। আর সেখানেই ঘটে গেল বিপত্তি।
 
বিদেশি সাংবাদিকরা মাইক্রোফোন এগিয়ে দিয়ে শাহরুখকে জিজ্ঞাসা করেন, ‘আপনি কে?’ জবাবে অভিনেতা বলেন, আমি শাহরুখ খান। আমি একজন ভারতীয় অভিনেতা।
এই বছরের মেট গালার থিম ছিল “সুপারফাইন: ব্ল্যাক স্টাইল সেলাই”, যার ড্রেস কোড ছিল “টেইলরেড ফর ইউ”। সবকিছু বিবেচনা করে শাহরুখ তার লুকের জন্য প্রশংসা পাচ্ছেন নেটিজেনদের। তার ভক্তরা অভিনেতার একাধিক্ল ছবি শেয়ার করছেন। তবে শাহরুখ কে না চেনায় বিদেশি সাংবাদিকের প্রশ্নের বিষয়টি নিয়েও সমান আলোচনা চলছে। অন্যদিকে শাহরুখ তার মেট গালার উপস্থিতির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন। তবে এখনো মেট গালার তাকে প্রশ্ন করার বিষয়ে নীরব আছেন বলিউড বাদশাহ।
কিউএনবি/আয়শা/০৭ মে ২০২৫, /রাত ১০:২০