 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্পোর্টস ডেস্ক : বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটির খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ফিফা। ২০২২–২৩ ফুটবল মৌসুমে মোহামেডানে খেলেছিলেন ইরানি ফুটবলার মাইসেম শাহ জাদেহ।
এই ফুটবলারকে নিয়েই বিপাকে পড়ে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। জানা গেছে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পরিশোধ না পাওয়াতে ফিফায় অভিযোগ করেন মাইসেম। ইরানি ফুটবলারের সেই অভিযোগ আমলে নেয় ফিফা। পরবর্তীতে মোহামেডানের ওপর খেলোয়াড় নিবন্ধনের নিষেধাজ্ঞা জারি করে তারা।