ডেস্ক নিউজ : শুক্রবার (৩১ অক্টোরব) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) ৫৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। ফখরুল বলেন, ‘সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘ ৯ মাস আলোচনা করেছে ঐকমত্য কমিশন। অনেকগুলো বিষয়ে একমত হওয়া গেছে।
 কয়েকটা বিষয়ে আমরা একমত হতে পারিনি। এজন্য আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। বৃষ্টি উপক্ষো করে ছাতা মাথায় জুলাই সনদে সাক্ষর করলাম। কিন্তু প্রধান উপদেষ্টার কাছে যে সুপারিশ দেয়া হলো, সেখানে অনেক পার্থক্য ছিল। আমরা যে নোট অব ডিসেন্ট দিয়েছিলাম সেগুলো উল্লেখ করা হয়নি।’
তিনি আরও বলেন, ‘ঐকমত্য কমিশন ও সরকারের প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম, সেই বিশ্বাসভঙ্গ করেছে। জনগণের সঙ্গে তারা প্রতারণা করেছে, যেটা তাদের কাছ থেকে আশা করিনি।’ বিএনপি সংস্কারের দল উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘সংস্কার চায় বিএনপি, যে সংস্কারে সবাই একমত। ক্ষমতায় গেলে সেগুলো বাস্তবায়ন করবো।’নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ঘোষণা দেয়া হয়েছে তা চায় বিএনপি। সেই নির্বাচন বানচালে একটি মহল উঠেপড়ে লেগেছে।’
জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন, ‘নির্বাচনের দিন দুই ব্যালটে ভোট হবে। একটি গণভোটের ব্যালট, আরেকটি সংসদ ভোটের ব্যালট।’একটি দলকে উদ্দেশ্য করে তিনি বেলন, ‘জনগণকে অনেক বিভ্রান্ত করেছেন, বাংলাদেশ হওয়ার বিপক্ষে ছিলেন। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছেন। এখন জনগণ যা চায় তার বিরোধিতা করবেন না দয়া করে।’
 
 
কিউএনবি/আয়শা/৩১ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৩৩