 
																
								
                                    
									
                                 
							
							 
                    প্রথমে ব্যাট করে কেকেআর তোলে ৪ উইকেটে ২০৬ রানের শক্তিশালী স্কোর। জবাবে রাজস্থান ৮ উইকেট হারিয়ে করে ২০৫ রান—শুধু এক রান কম, তাতেই নাটকীয় জয় তুলে নেয় কেকেআর।
ম্যাচের চূড়ান্ত উত্তেজনা জমে শেষ ওভারে। রাজস্থানের দরকার ছিল ২২ রান। কেকেআরের তরুণ পেসার ভৈরব অরোরার ওভারে শুরুটা দুর্দান্ত করে দেন রাজস্থানের শুভব দুবে। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে ছয়, চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন তিনি। শেষ বলে রাজস্থানের দরকার ছিল ৩ রান। কিন্তু অরোরার নিখুঁত ইয়র্কারে ১ রানের বেশি নিতে পারেননি দুবে। দ্বিতীয় রান নিতে গিয়ে রানআউট হয়ে যান জোফ্রা আরচার। আর সেই এক রানই ম্যাচের ব্যবধান গড়ে দেয়।