 
																
								
                                    
									
                                 
							
							 
                    স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : ফিলিস্তিনে ইসরাইলের বর্বরতার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে যশোরের মনিরামপুরে ছাত্র-জনতার উদ্যোগে বিশাল ভিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে পৌরশহরে মিছিল বের করা হয়। পৌরসভার প্রধান ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি হাসাইন ইকবাল সানির সভাপতিত্বে এবং শরিফ মাহমুদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য মোহাম্মদ মুছা, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিন্টু,পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, জমিয়তে উলমায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা রশিদ বিন ওয়াক্কাস, ইসলামী আন্দোলনের সভাপতি
কিউএনবি/অনিমা/০৮ এপ্রিল ২০২৫,/দুপুর ১২:৪০