ডেস্ক নিউজ : চট্টগ্রামের সীতাকুণ্ডে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি ও ঘি উৎপাদন এবং অস্বাস্থ্যকর খাবার বিক্রির অভিযোগে ভাবির হোটেলকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌরসদরস্থ উত্তর বাইপাস এলাকায় অবস্থিত ভাবির হোটেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এই সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক (সীতাকুণ্ড) মো.জাহেরুল হকসহ পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম জানান, অভিযানে কোন ধরনের লাইসেন্স ছাড়াই হোটেলটিতে মিষ্টি, দধি ও ঘি জাতীয় খাদ্য পণ্য তৈরি করতে দেখা যায়। পাশাপাশি খুবই অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত এসব খাদ্যপণ্য বিক্রির বিষয়টিও পরিলক্ষিত হয়।
অভিযানকালে জাতীয় খাদ্য পণ্য তৈরির দায়ে ভোক্তা অধিকার আইনে ভাবির হোটেল মালিকের কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা ও লাইসেন্স গ্রহণ না করা পর্যন্ত হোটেলটিতে মিষ্টি জাতীয় খাদ্য পণ্য উৎপাদন বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১১:১২