মোঃ মশিউর রহমান বিপুল কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা কেন্দীয শহিদ মিনার চত্বরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ফুলবাড়ী উপজেলা শাখার কর্মী ও সর্ব সাধারণের সঙ্গে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মতনিময় সভায় উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী নাজমুল ফেরদৌস লাভলুর সভাপতিত্বে ও ফুলবাড়ী উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী সবুজ মিয়ার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, ২৬, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডঃ আতিক মুজাহিদ। এসময় আরও বক্তব্য রাখেন জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মুকুল মিয়া, জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মাসুম মিয়া ও জুয়েল মিয়া, ছাত্রশক্তি জেলা শাখার আহ্বায়ক জাহিদ হাসান, ছাত্রশক্তি জেলা শাখার সদস্য সচিব সাদিকুর রহমান, জাতীয় শ্রমশক্তি জেলা শাখার প্রধান সমন্বয়কারী মজনু মিয়া, ফুলবাড়ী সদর ইউনিয়ন এনসিপির প্রধান সমন্বয়কারী রাজু মিঞা, ছাত্রশক্তি উপজেলা শাখার সদস্য সচিব পারভেজ আলম।
ডঃ আতিক মুজাহিদ বলেন, আমরা আগে কুড়িগ্রামের উন্নয়ন করতে চাই। কুড়িগ্রামের মানুষের জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ব্যবস্থাসহ কর্মসংস্থান সৃষ্টির জন্য কাজ করতে চাই। কেউ যেন বলতে না পারে আমরা দরিদ্র এলাকার লোক। আমরা ত্রাণ চাই না, আমরা কাজ চাই। জনগণের অধিকার নিশ্চিত করতে সকল স্তরের দূর্নীতি আমরা নির্মুল করবো। প্রশাসন হবে জনগণের সেবক।
কিউএনবি/আয়শা/৩০ অক্টোবর ২০২৫,/রাত ১০:৪৪