মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই ” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) দিনব্যাপি আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে খেলাধূলা শেষে সন্ধায় পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুর কবির মোঃ কামরুল হাসান এর সভাপতিত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার মাধ্যমিক পর্যায়ের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি-২০২৫) দুপুরে উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে খেলাধুলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশরাফুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক, স্কাউট প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার মাধ্যমিক পর্যায়ের স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয় ছেংগারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও রানার্সআপ হয়েছে ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়। এছাড়াও বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে ইউএনও মাহমুদা কুলসুম মনি বলেন, মান মানসিকতা বিকাশে খেলাধুলার বিকল্প কিছু নেই। খেলাধুলার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি ক্রীড়া চর্চা করতে হবে। ক্রীড়া ও সাহিত্য সংস্কৃতি চর্চা শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর ভিত্তি করেই আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে।
সাতক্ষীরায় ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ “এসো দেশ বদলাই পৃথিবী বদলই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় ৫৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ ই ফেব্রুয়ারী ) বিকালে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি সদর উপজেলার আয়োজনে ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ণ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল খায়ের, উপজেলা মৎস্য অফিসার মো. শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, উপজেলা একাডেমি সুপারভাইজার সানজিদা খাতুন,রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাফুর রহমান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো.মতিউর রহমান, তুজুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম, কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসরিন খান লিপি, সহকারী প্রধান শিক্ষক আমিনুর রহমান পলাশ, ক্রীড়া শিক্ষক মনোরঞ্জন মন্ডল, ইকবাল আমি, শাহীন রেজা।
খেলায় ক্রিকেটে (ছাত্র) সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়া লাভ করে। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন খেজুরডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এম ঈদুজ্জামান ঈদ্রিস ও কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মো. আবু সাঈদ।
কিউএনবি/আয়শা/৬ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩০