ডেস্ক নিউজ : বগুড়ার নন্দীগ্রামে যাত্রীবেশী দুর্বৃত্তরা রাশেদ হোসেন (২৫) নামে একে চালককে হাত-পা ও মুখ বেঁধে জমিতে নিক্ষেপের পর তার ইজিবাইক ছিনিয়ে নিয়েছে। শুক্রবার রাতে উপজেলার ঢাকুইর-নামুইট সড়কের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম জানান, শনিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ হয়নি; ছিনিয়ে নেওয়া ইজিবাইকের সন্ধান মেলেনি।
পুলিশ ও স্থানীয়রা জানান, ইজিবাইক চালক রাশেদ হোসেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের রতন বৈরাগীর ছেলে। তিনি প্রতিদিনের মতো শুক্রবার সন্ধ্যার পর ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন। উপজেলার পাটগাড়ি এলাকায় যাওয়ার নামে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে এক নারীসহ তিনজন তার ইজিবাইকে উঠেন। জনতা মার্কেটের সামনে গিয়ে আরও দুইজন উঠেছিল।
রাতে ইজিবাইকটি নন্দীগ্রাম উপজেলার ঢাকুইর-নামুইট সড়কের মাঝামাঝি এলাকায় পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা স্বমূর্তি ধারণ করে। তারা ধারালো অস্ত্রের মুখে চালক রাশেদ হোসেনকে জিম্মি করে। বুকে চাকু ধরে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে। মারপিটের পর তাকে জমিতে ফেলে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায়।
শনিবার বিকালে নন্দীগ্রাম থানার ওসি তরিকুল ইসলাম জানান, এ পর্যন্ত ছিনতাই করা ইজিবাইক উদ্ধার ও ছিনতাইকারীদের কাউকে শনাক্ত বা গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে থানায় মামলা হয়নি। পুলিশি তদন্ত ও জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
এদিকে শুক্রবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা বগুড়া শহরের জহুরুলনগর এলাকায় সরকারি আজিজুল হক কলেজের পেছনে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে তার দিনভর কষ্টার্জিত টাকা নিয়ে গেছে। যাবার আগে তারা রিকশাচালককে হাত-পা বেঁধে ডোবার ধারে ফেলে যায়। তার গোঙানির শব্দ পেয়ে পথচারীরা তাকে উদ্ধার করেন।
বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) একেএম মঈন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল। তবে শনিবার বিকাল পর্যন্ত এ ব্যাপারে থানায় অভিযোগ করা হয়নি।
কিউএনবি/আয়শা/২১ ডিসেম্বর ২০২৪,/রাত ৯:০৮