মনিরুল ইসলাম মনি, শার্শা(যশোর)সংবাদদাতা : যশোরের শার্শা উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের উদ্যেগে সাংবাদিকদের সন্মানে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার বিকাল ৩ টায় নাভারন দারুল আমান ট্রাষ্টে অনুষ্ঠিত এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলাম দলের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষদ সদস্য মাওঃ আজিজুর রহমান।
শার্শা উপজেলা জামায়াতে ইসলাম দলের আমির মাওঃ অধ্যাপক ফারুক হাসানের সভাপতিত্বে মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, অর্থ সম্পাদক প্রফেসার মোঃ সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, শার্শা উপজেলা যুব বিভাগের সভাপতি আবুল কালাম আজাদ, যশোর জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।সাংবাদিকদের সন্মানে মত বিনিময় সভায় শার্শা উপজেলা বিভিন্ন পত্রিকার ৩০জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২১ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৮