এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সড়ক দুর্ঘটনায় জাহাঙ্গীর হোসেন (৩৫) যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর ) দুপুরে চৌগাছা-কোটচাদপুর সড়কের শিশুতলা বাজারে এ ঘটনা ঘটে।নিহত যুবক উপজেলার হাকিমপুর ইউনিয়নের চন্দ্র পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে। সে পেশায় একজন কৃষক। জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সন্তান সম্ভাবা।
জানা যায়, জাহাঙ্গীর হোসেন মোটরসাইকেলযোগে বাড়ী থেকে কোটচাদপুর যাচ্ছিল। সে শিশুতলা বাজার নামক স্থানে পৌছালে একটি যাত্রীবাহী বাস ঢাকা মেট্রো-ব ১৪-৬৭১৩ নম্বর তাকে ধাক্কা দিলে সে সড়কের উপর পড়ে যায়। এ সময় বাসের একটি চাকা তার মাথার উপর চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হয় জাহাঙ্গীর হোসেন। এ ঘটনায় একই গ্রামের সেলিম হোসেন আহত হয়। সেলিম ও জাহাঙ্গীর একই মোটর সাকেলে ছিলো।
হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান বলেন, জাহাঙ্গীর হোসেন বাসের চাকায় পিষ্ট ঘটনাস্থলেই মারা যায়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা থেকে মীমাংসা করে দেওয়া হয়েছে। চৌগাছা থানার ওসি আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কিউএনবি/আয়শা/১৫ অক্টোবর ২০২৫,/রাত ৮:১২