স্পোর্টস ডেস্ক : আসুনসিয়নে আজ বুধবার (১১ সেপ্টেম্বর) স্বাগতিক প্যারাগুয়ের কাছে ১-০ গোলে হেরে গেছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে ২০০৮ সালের পর প্রথমবারের মতো জয় পেয়েছে প্যারাগুয়ে। এই হারে ব্রাজিল ফের পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে নেমে গেছে।
এবারের বিশ্বকাপ বাছাই পর্বে এখন পর্যন্ত আট ম্যাচ খেলে চারটিতেই হেরেছে ব্রাজিল। মাত্র ৩ ম্যাচে জয় পেয়েছে ভিনিসিউস-রদ্রিগোরা। বিশ্বকাপ বাছাই পর্বে এতো বাজে শুরু আর কখনোই করেনি ব্রাজিল। ২০০৩ বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ২০২২ পর্যন্ত হিসেবে ধরলে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে ৭১ ম্যাচে মাত্র ৫টিতে হেরেছিল ব্রাজিল! পারফরম্যান্স কই নেমেছে, এতেই স্পষ্ট।
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বে এখনও অবশ্য বিপজ্জনক অবস্থানে পৌঁছেনি ব্রাজিল। এবারের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়ায় এই অঞ্চল থেকে সরাসরি ছয়টি দল বিশ্বকাপে সুযোগ পাবে। এই মুহূর্তে ৮ খেলায় ৩ জয় ও ১ ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে ব্রাজিল। সমান ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে ছয় ও সাতে আছে যথাক্রমে ভেনেজুয়েলা ও প্যারাগুয়ে। অর্থ্যাৎ পা হড়কালেই বিপদে পড়বে ব্রাজিল।
ব্রাজিলের সংবাদমাধ্যম ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাই পর্বের এমন বাজে শুরু কখনো করেনি ব্রাজিল। ১৮ ম্যাচের বাছাই পর্বের প্রায় অর্ধেক শেষ। ম্যাচ বাকি ১০টি। আগামী নভেম্বরে চিলির বিপক্ষে নবম ম্যাচটি খেলবে ব্রাজিল। সেই ম্যাচে জয় পেলেও সেলেসাওদের সংগ্রহ দাঁড়াবে ১৩ পয়েন্ট। বাছাই পর্বের অর্ধেক শেষে এর চেয়ে কম পয়েন্ট কখনোয় পায়নি ব্রাজিল।
এর আগে বাছাই পর্বের অর্ধেক শেষে ব্রাজিলের সর্বনিম্ন পয়েন্ট ছিল ১৬। ২০১০ বিশ্বকাপ বাছাই পর্বে ৮ ম্যাচ শেষে সেলেসাওদের সংগ্রহ ছিল ১৩ পয়েন্ট। নবম ম্যাচে ভেনেজুয়েলাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। এর আগে এটিই ছিল তাদের সর্বনিম্ন পয়েন্ট সংগ্রহের রেকর্ড।
কাতার বিশ্বকাপের প্রথম ৯ ম্যাচ শেষে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করেছিল ব্রাজিল। তিতের অধীনে সেই বাছাই পর্বে প্রথম ৮ ম্যাচেই ২২ পয়েন্ট সংগ্রহ করেছিল। আর্জেন্টিনার বিপক্ষে নবম ম্যাচটি প্রথমে স্থগিত হলেও পরে বাতিল হয়। দলের এমন দুর্দশার কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন কোচ দরিভাল। দায়িত্ব নেয়ার পর কোপা আমেরিকায়ও তার দল খুব একটা ভালো করেনি। বাদ পড়েছে কোয়ার্টার ফাইনাল থেকেই। বিশ্বকাপ বাছাই পর্বেও দলকে কক্ষপথে ফেরাতে পারছেন না তিনি।
ব্রাজিলের অধিনায়ক মার্কিনিয়োস দাবি করেন, আত্মবিশ্বাসের অভাবেই তার দল ভালো খেলতে পারছে না। তিনি বলেন, ‘এই মুহূর্তে আত্মবিশ্বাসটা নেই আমাদের। ম্যাচ জিতে তাই আত্মবিশ্বাস তুলে নিতে হবে। সর্বশেষ ম্যাচে আমরা এটাতেই গুরুত্ব দিয়েছি, কিন্তু আজ তা (আত্মবিশ্বাস) তুলে নিতে ব্যর্থ হয়েছি। বাছাইপর্ব কত কঠিন সেটা আমরা জানি।’আত্মবিশ্বাস ফেরাতে একে অপরের সঙ্গে সংহতি বাড়ানোর বিষয়ে জোর দিচ্ছেন তিনি।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০