ডেস্ক নিউজ : শনিবার (৩ আগস্ট) বিকেলে লালপুর উপজেলার বিলমাড়িয়া বাজারে মিছিল বের হয়। মিছিলটি বিলমাড়িয়া থেকে লালপুর বাজারের দিকে আসতে থাকে।
বিলমাড়িয়া থেকে ৩ কিলোমিটার পার হয়ে মোমিনপুর বটতলা আসলে পুলিশ আটকে দেয়া। পুলিশের বাধা পেয়ে সেখানে সমাবেশ করে কর্মসূচি সমাপ্ত করে শিক্ষার্থীরা।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত ছিল। শিক্ষার্থীর বিশৃঙ্খলা না করায় শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়েছে।
কিউএনবি/আয়শা/০৩ অগাস্ট ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮