সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৮ পূর্বাহ্ন

প্রথম দফার ভোটে এগিয়ে আরএন, ম্যাক্রোঁর ভরাডুবি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৮০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণে এগিয়ে আছে মেরিন লে পেনের কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। তবে বড় পরাজয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর জোট।

দেশটির বুথফেরত জরিপে বলা হয়েছে, এ নির্বাচনে প্রায় ৩৪ শতাংশ ভোট পেয়ে শীর্ষ স্থান দখল করতে যাচ্ছে আরএন। অন্যদিকে ২৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় হতে পারে বামপন্থী দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। প্রথম ধাপের নির্বাচনে ম্যাক্রোর এনসেম্বল জোট ২০ দশমিক ৫ শতাংশ থেকে ২৩ শতাংশ ভোট পেয়ে তৃতীয় হতে যাচ্ছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মেরিন লে পেনের দলই ফ্রান্সের রাজনীতিতে প্রভাব রাখতে যাচ্ছে এবং ক্ষমতায় যাওয়ার পথে তারা এগিয়ে। ইতোমধ্যে আরএনের সমর্থকরা উল্লাস শুরু করেছেন। 

পোলিং সংস্থাগুলোর হিসেবে অবশ্য ভিন্নতা আছে। ইপসস-এর প্রজেকশন অনুযায়ী, আরএন পাবে ২৩০ থেকে ২৮০ আসন; ইফপ-এর হিসাব হচ্ছে- তারা ২০৪ থেকে ২৭০টি আসন পাবে; এবং এলাব একমাত্র সংস্থা যারা এরএন-এর আসন সংখ্যা ২৬০ থেকে ৩১০টির মধ্যে থাকবে বলে অনুমান করেছে।

এদিকে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ এক বিবৃতিতে যেসব এলাকায় কোনও প্রার্থী প্রথম রাউন্ডে জয় পাননি এবং যেখানে দ্বিতীয় দফায় ভোট হবে, সেসব জায়গায় উগ্র ডানপন্থিদের বিরুদ্ধে বড় জোট গঠনের আহ্বান জানিয়েছেন।

রোববার ফ্রান্সে পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইপসোসসহ চারটি সংস্থার বুথফেরত জরিপে এমন চিত্র উঠে এসেছে। দেশটিতে আগামী ৭ জুলাই দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ হবে। 

ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৮৯ আসন প্রয়োজন। খবরে বলা হয়েছে, জনমত জরিপের সঙ্গে বুথফেরত জরিপের তেমন ব্যবধান নেই। তবে কারা সরকার গঠন করতে যাচ্ছে জানতে দ্বিতীয় ধাপের নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে। 

কিউএনবি/অনিমা/০১ জুলাই ২০২৪,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit