আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিন মনে করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেন যুদ্ধ শেষ করতে রাজি করাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আগামী সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় বেঠক হওয়ার কথা আছে শি ও ট্রাম্পের। এর কয়েকদিন আগেই এমন মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট।
স্থানীয় সময় বুধবার (২২ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, আমি মনে করি তিনি পুতিনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে পারেন… আর আমরা অবশ্যই রাশিয়া-ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলব।’প্রেসিডেন্ট জানান, এশিয়া সফরকালে তিনি শি-এর সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে তিনি মালয়েশিয়া ও জাপানেও যাবেন।
তিনি বলেন, ‘দক্ষিণ কোরিয়ায় আমি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দেখা করব। আমরা একসঙ্গে আমাদের অনেক প্রশ্ন, সন্দেহ এবং অসাধারণ সম্পদ নিয়ে আলোচনা করতে পারব।’ট্রাম্প শি-এর সঙ্গে নিজের সম্পর্ককে ‘খুব ভালো’ বলে বর্ণনা করে আরও জানান, তাদের বৈঠকটি ‘বেশ দীর্ঘ’ হবে। এর আগেরদিন মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে হাঙ্গেরিতে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি স্থগিতের ঘোষণা দেয় হোয়াইট হাউস। এরপর ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, আলোচনার পথে একটি বড় বাধা হলো লড়াই বন্ধে রাশিয়ার অস্বীকৃতি।
সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের মধ্যে ফোনালাপের পর এই সিদ্ধান্ত আসে। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেছেন, নিকট ভবিষ্যতেও ট্রাম্প-পুতিন বৈঠকের পরিকল্পনা নেই। বৈঠক ইস্যুতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি কোনো নিরর্থক বৈঠক চাই না। সময় নষ্ট করতে চাই না। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।’
তথ্যসূত্র: আনাদোলু
কিউএনবি/আয়শা/২৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩৩