ডেস্ক নিউজ : বাগেরহাটের মোরেলগঞ্জে ১৩০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আউশ ধানের বীজ ও দুই ধরনের সার বিতরণ করা হয়েছে। খরিপ-১, ২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মঙ্গলবার বেলা ২ টার দিকে স্থানীয় সংসদ সদস্য এইচ. এম বদিউজ্জামান সোহাগ আনুষ্ঠানিকভাবে কৃষি প্রণোদনার এসব সামগ্রী কৃষকদের হাতে তুলে দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, যুবলীগ নেতা মো. হাসিব খান ও রাসেল হাওলাদার এ সময় উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/রাত ৮:২৮