স্পোর্টস ডেস্ক : এবারের আইপিএলে কোন দল তিনশ রান করে ফেললেও অবাক হওয়ার কিছু নেই। এক সানরাইজার্স হায়দরাবাদ যেভাবে প্রতি ম্যাচে প্রতিপক্ষের বোলারদের কচুকাটা করেছে তাতে এমন সম্ভাবনা থাকছেই।
ট্রাভিস হেড-অভিষেক শর্মা ও হেনরিখ ক্লাসেন মিলে প্রায় প্রতি ম্যাচেই করছেন রান উৎসব। আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এই আসরে দুবার ভেঙেছে সানরাইজার্স। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে এমন রানবন্যার সম্ভাবনা দেখছেন না অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার। তার বিশ্বাস, বিশ্বকাপে আইপিএলের মতো ফ্ল্যাট উইকেট পাওয়া যাবে না।
এবারের বিশ্বকাপের আয়োজক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আছে যুক্তরাষ্ট্রও। এবারই প্রথম যুক্তরাষ্ট্র আইসিসির কোনো ইভেন্টে স্বাগতিক হিসেবে আছে। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের উইকেট মন্থর ও স্পিনবান্ধব হবে বলে মনে করেন ওয়ার্নার। দিল্লি ক্যাপিটালসের এই ওপেনার বলেন, ‘মন্থর ও টার্নিং থাকবে। উইকেট নিচু বাউন্সের ও মন্থর হবে।
আমরা যখন ২০১০ সালে বিশ্বকাপ খেললাম তখনো উইকেট বড় রানের ছিলো না।’এবারের আইপিএলে নামের প্রতি সুবিচার করতে পারছেন না ওয়ার্নার। তার ব্যাট থেকে মাত্র ১৬৭ রান এসেছে। স্ট্রাইক রেটও মাত্র ১৩৫.৭৭। ফর্মে না থাকলেও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে অ্যাঙ্করিং রোলে তার মতো কাউকে দরকার বলে মনে করেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে অ্যাঙ্করের ভূমিকা পালন করছিলেন মাইক হাসি। সাবেক এই সতীর্থের উদাহরণ দিয়ে ওয়ার্নার বলেন, ‘বিশ্বকাপে ভালো করতে অ্যাঙ্কর করার লোক দরকার। যেমন মাইক হাসি আমাদের জন্য কাজটা করে দিয়েছিল।’
আইপিএলের এবারের আসরে নিয়মিত বড় রানের জন্য ইমপ্যাক্ট খেলোয়াড়ের নিয়ম ও ফ্ল্যাট উইকেটকে দায়ী করছেন প্রায় সবাই। তবে ওয়ার্নার মনে করেন বাউন্ডারির ছোট আকারও এ ক্ষেত্রে দায়ী। তিনি বলেন, ‘এখানে উইকেট খুব ভালো। খুবই ফ্ল্যাট, ভীষণ পোক্ত এবং খুবই বড় রানের। এবং আপনি যখন ছোট বাউন্ডারি দেখবেন। অনেক বড় রানের ম্যাচ হবে।’
কিউএনবি/আয়শা/২৩ এপ্রিল ২০২৪,/বিকাল ৪:৫৪