স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ড জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ভারতে আইপিএল খেলায় ব্যস্ত। যে কারণে পাকিস্তান সফরে তারুণ্যনির্ভর দল পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।
অথচ সেই জুনিয়র দলের কাছেই হেরে গেলো বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল। যে কারণে সমালোচনা হচ্ছে ঘরে-বাইরে।
নিউজিল্যান্ডের জুনিয়র দলের সঙ্গে পাকিস্তানের হারকে ভারতীয় সংবাদমাধ্যম হেডলাইন করেছে ‘নিউজিল্যান্ডের স্কুলপড়ুয়াদের সঙ্গে পাকিস্তানের শোচনীয় হার’।
গত রোববার পাকিস্তানের রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে টস জিতে স্বাগতিকদের প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান।
দলের হয়ে মাত্র ২০ বলে চারটি চার আর দুটি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪১ রান করেন লেগ স্পিন অলরাউন্ডার শাদাব খান। ২০ বলে তিন চার আর এক ছক্কায় ৩০ রান করেন ইরফান খান। ২১ বলে ২২, ২৯ বলে ৩৭ আর ২২ বলে ৩২ রান করেন মোহাম্মদ রিজোয়ান, অধিনায়ক বাবর আজম আর ওপেনার সায়েম আইয়ুব।
টার্গেট তাড়া করতে নেমে ১০ বল হাতে রেখেই ৭ আউকেটের দাপুটে জয়ে সিরিজ সমতায় ফেরে নিউজিল্যান্ড। দলের জয়ে মাত্র ৪২ বলে ৯টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন মার্ক চাপম্যান। ১৯ বলে ২৮ রান করেন টিম রবিনসন।
বাবর আজমের নেতৃত্বাধীন দলের এই পরাজয়ে হতাশা প্রকাশ করে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ক্রিকেটার রমিজ রাজা বলেন, ‘এই পরাজয় আমাদের জন্য বিব্রতকর।’
নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক এই অধিনায়ক বলেন, ‘পরাজয় ক্রিকেটের একটি অংশ, কিন্তু এই ধরনের পরাজয় কিছুটা নাড়িয়ে দেয়। বিশেষ করে বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের জুনিয়রদের নিয়ে গড়া দলের সঙ্গে ঘরের মাঠে হার মেনে নেওয়া যায় না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই চেয়ারম্যান বলেন, ‘আমরা স্বীকার করি যে টি-টোয়েন্টিতে যে কারও ভাগ্য পরিবর্তন হতে পারে, কিন্তু ২৪ ঘন্টার মধ্যে এমন কঠোর পরিবর্তন পাকিস্তানের সুনামের জন্য বড় ক্ষতি। কিছু সময়ের জন্য, একটি ধারণা তৈরি হয়েছে যে আপনি একটি নির্দিষ্ট দিনে পাকিস্তান দলের কাছ থেকে কিছু আশা করতে পারেন। মাত্র ২৪ ঘন্টা আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৭ উইকেটের দাপুটে জয় পেল অথচ ২৪ ঘন্টা পরে তারা নিজেরাই ৭ উইকেটে হেরে গেল।’
তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানরা উইকেটে সেট হয়ে যাওয়ার পর মাত্র ২০-৩০ রান করে আউট হওয়া উচিত নয়। এ কারণেই আমাদের স্কোর মাত্র ১৮০। অথচ যেই পিচে খেলা হয়েছে সেখানে কমপক্ষে ২৫০ রান হওয়ার মতো, আমরা তা করতে পারিনি। আমাদের কেউ একটি বড় ইনিংস খেলতে পারেনি।’
কিউএনবি/অনিমা/২৩ এপ্রিল ২০২৪/সকাল ১১:১৫