স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট শাখার প্রধান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে হাবিবুল বাশারকে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিসিবি জানিয়েছে এই খবর। বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বাশার। দায়িত্ব পাওয়ার পর তাকে অভিনন্দন জানান বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল এমপি ও বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
কিউএনবি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:১২