স্পোর্টস ডেস্ক : অ্যাশেজের দ্বিতীয় ম্যাচটা ছিল কুইন্সল্যান্ডের ব্রিসবেনে। ম্যাককলাম শিষ্যরা এরপর কুইন্সল্যান্ড উপকূলের নুসা সমুদ্র সৈকতে বেশ কয়েক দিন অতিবাহিত করেন। অস্ট্রেলিয়ান সংমাদমাধ্যমের খবর, বেন স্টোকসরা প্রায় ৬ দিন মদ্যপান করেছেন। এরপর গেছেন অ্যাডিলেডে তৃতীয় টেস্ট খেলতে।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেন ডাকেটের একটি ভিডিও নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। ভিডিও সম্পর্কে বলা হচ্ছে, ইংল্যান্ড ওপেনার অতিরিক্ত মদ্যপান করে হোটেলের পথ হারিয়ে ফেলেছেন। ভিডিওটির সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে ইংল্যান্ড ক্রিকেট (ইসিবি)। মদ্যপানের অভিযোগ তদন্ত করার ঘোষণাও তাদের।
কিউএনবি/খোরশেদ/২৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:৩০