লুৎফুন্নাহার রুমা,ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ত্রিশাল থানা অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন এ-র নির্দেশে সঙ্গীয় ফোর্স সহ এস আই করিম, এস আই বিকাশ,এসে আই তপু,এ এস আই আলমগীর, এ এস আই রফিকুল ইসলাম,এ এস আই ইসমাইল হোসেন। ত্রিশালের সুতিয়া নদীর ব্রীজের উপর থেকে রায় মনি হাসমতের মোরে ডাকাতি প্রস্তুতির রাত ২.৩৫ ঘটিকা সময় কালে ১৩-২-২০২৪ খ্রিঃ ০৫ জন আসামি গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।
ধৃত আসামী(১)মোঃআইনুল,হোক(২৫,),পিতা মৃত আব্দুল মান্নান, সং-মঞ্জপাড়া,ডাকঃভাগলপুর,থানা-ফুলবাড়ী,জেলা-দিনাজপুর, এ/পিসাং-০৮নং ওয়ার্ড ভালুকা পৌরসভা,সানির মোড় আশরাফের বাসার ভারাটিয়া,থানা-ভালুকা,জেলা ময়মনসিংহ। (২) মোঃ রবিউল (২৬),পিতা-মৃত আকবর আলী,পালক পিতা-মোঃহাবিবুর রহমান,সাং গিলাগাছা,থানা-শ্রীবররদী,জেলা-শেরপুর,এ/পিসাং নওজোড় ইটা হাটা মকবুলের বাসার ভারাটিয়া, থানা-বাসন, জেলা-জিএমপি, (৩)মোঃ তামিম (২২) পিতা-মোঃ নজরুল শেখ,সাং কাঠালী ০৮নং ওয়ার্ড ভালুকা পৌরসভা,থানা-ভালুকা,জেলা- ময়মনসিংহ, (৪) মোঃ হযরত আলী,(২৩),পিতা-মোঃ সোহরাব,সাং বারেরটা,থানা-শ্রীবরদী,জেলা- শেরপুর,এ/পিসাং-নওজোড় রিপনের বাসার ভারাটিয়া, থানা-ঝিনাইগাতী,জেলা-শেরপুর, এ/পি সাং-নওজোড় ইটাহাটা হাজী সাইদের বাসার ভারাটিয়া, থানা-বাসন,জেলা-জিএমপি,।
চোর চাক্রের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন জায়গা থেকে এই চুরি ডাকাতির কর্মকাণ্ডের সাথে জড়িত রয়েছে। ত্রিশাল থানার ইনচার্জ কামাল হোসেন এ-র ভাস্যমতে, ধৃত ডাকাত চক্রের প্রস্তুত কালে সমস্ত সরঞ্জামসহ তাদেরকে গ্রেফতার করা হয় এবং ডাকাত চক্র ০৫ সদস্যকে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:২৪