নিজস্ব প্রতিবেদক : জামালপুর জেলা ছাত্রদলের ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক এস এম রমজান আলী এবং মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মো শাহাদুল্লাহ এর নেতৃত্বে জামালপুর টু দেওয়ানগঞ্জ হাইওয়ের মেলান্দহ উপজেলার ঝিনাই ব্রিজ এ অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
আজ ২৩ নভেম্বর (২০২৩) বৃহস্পতিবার সকালে মেলান্দহ উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল এবং মেলান্দহ সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা মেলান্দহ উপজেলায় অবরোধের সমর্থনে মিছিলে অংশগ্রহণ করেন। এই মিছিলে আরো উপস্থিত ছিলেন ৫ নং নয়া নগর ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন আহমেদ শুভ, রুবেল রানা ও রুবেল মিয়া প্রমুখ।
এদিকে একইদিন সকাল ১১ টায় জামালপুর জেলার মেলান্দহ পৌর যুবদলের আহ্বায়ক সদস্য মো শাহাদুল্লাহ ও পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির ১ নং সদস্য হৃদয় এর নেতৃত্বে মেলান্দহ উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুব ফোরাম এবং ছাত্র ফোরাম মেলান্দহ উপজেলা সদরে অবরোধের সমর্থনে মিছিল করে।
এই মিছিলে আরো উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর যুবদল নেতা মো খোকন আহমেদ বাম্বু,২ নং কুলিয়া ইউনিয়ন ছাত্রদল নেতা ছিদ্দিক, জোবাইদুল,শরিফুল ইসলাম,৩ নং মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদল নেতা রবিন, ৪নং নাংলা ইউনিয়ন ছাত্রদল নেতা মামুন, ৫ নং নয়া নগর ইউনিয়ন ছাত্রদল নেতা শাওন আহমেদ শুভ, রুবেল রানা প্রমুখ।
কিউএনবি/আয়শা/২৩ নভেম্বর ২০২৩,/সন্ধ্যা ৭:৪৬