মাটিরাঙ্গা জোনের উদ্যােগে বিশেষ মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।
Reporter Name
Update Time :
শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
২৫
Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমের্ন্ট আর্টিলারী মাটিরাঙ্গা সেনা জোনের আওতায় জোনের উদ্যােগে সাপমারা এলাকার স্থানীয় অসহায়, দুঃস্থ,মানুষের মাঝে চিকিৎসা সেবা ও মানবিক সহায়তা বিদ্যালয়ের ষিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করা হয়েছে।
শুত্রুবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আওতাধীন সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে একটি বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত কর্মসূচীটি মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মাসুদ খান, পিএসসি এর নেতৃত্বে পরিচালিত হয়।
মানবিক সহায়তা কর্মসূচীর মধ্যে শ্রী শ্রী লক্ষী নারায়ণ মন্দিরে ০১ টি হারমোনিয়াম এবং রাধাকৃষ্ণ মন্দিরে এক সেট সাউন্ড সিস্টেম প্রদান করা হয়। সাপমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগসহ বিভিন্ন খেলার সামগ্রী বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দ সৃষ্টি করে। এছাড়াও, এলাকার কারবারী ও ভিডিপি সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং শীতার্ত ও অসহায় ৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।
পাশাপাশি স্থানীয় পাহাড়ী ও বাঙালি জনগণের জন্য বিনামূল্যে ঔষধ বিতরণ ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়, যা এলাকাবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উক্ত মানবিক সহায়তা কর্মসূচীর মাধ্যমে স্থানীয় জনগণের সঙ্গে সেনাবাহিনীর পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও আস্থার বন্ধন আরও দৃঢ় হয়েছে বলে উপস্থিত স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেন।