স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিফা উইন্ডো শেষে গতকাল আবার শুরু হয়েছে ইউরোপের লিগ ফুটবল। তবে আজ মাঠে নামছে বড় ক্লাবগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) আজ ফের দেখা যাবে লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা। আর লন্ডন ডার্বিতে মুখোমুখি হবে আর্সেনাল ও চেলসি।
স্প্যানিশ লিগে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ, সেভিয়া, আতলেতিকো মাদ্রিদ। নাপোলি, ইন্তার মিলান, বায়ার্ন মিউনিখ, পিএসজির খেলাও আজ।
ভারতে চলছে ওয়ানডে বিশ্বকাপ। দেশের ক্রীড়াপ্রেমী মানুষদের অনেকেই বুঁদ হয়ে আছেন বিশ্বকাপে। তবে সন্ধ্যাবেলা চা-নাশতা খেতে খেতে কিংবা রাত জেগে ইউরোপিয়ান লিগ খেলা দেখার মানুষও কম নয়।
সম্প্রতি বাংলাদেশ বনাম মালদ্বীপের বিশ্বকাপ বাছাই প্লে-অফের ম্যাচে কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ভরপুর। এ দেশের মানুষ বরাবরই ফুটবলপ্রিয়। তাই বিশ্বকাপের ডামাডোলেও টিভিতে ইউরোপিয়ান ক্লাব ফুটবল খেলা দেখার সময় ঠিকই বের করে নেন।
আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর পয়েন্ট টেবিলে রদবদল দেখা যায় অনেক সময়ই। কেননা সপ্তাহজুড়ে খেলার মধ্য থেকে একধরনের গতিতে থাকেন ক্লাবের খেলোয়াড়রা। জাতীয় দলে গিয়ে তারা পান ভিন্ন আবহ। আজ অ্যানফিল্ডে লিভারপুল খেলবে এভারটনের বিপক্ষে; যা মার্সেসাইড ডার্বি নামেও পরিচিত। বর্তমানে পয়েন্ট টেবিলের চারে আছে ইয়ুর্গেন ক্লপের দল। এভারটন ১৬ নম্বরে। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি আছে তিনে।
বিরতিতে যাওয়ার আগে লিগের সবশেষ ম্যাচে আর্সেনালের কাছে হেরেছিল ম্যানসিটি। আজ তারা খেলবে ব্রাইটনের বিপক্ষে। ম্যানচেস্টার ইউনাইটেড খেলবে শেফিল্ডের মাঠে। ১০ নম্বরে আছে এরিক টেন হাগের দল। ৮ ম্যাচ খেলে চারটি করে জয় ও হার তাদের।
লন্ডন ডার্বি হবে স্টামফোর্ড ব্রিজে। চেলসি আছে ১১ নম্বরে। আর আর্সেনাল দুইয়ে। সমান ৮ ম্যাচ শেষে ২০ পয়েন্ট আর্সেনাল ও টটেনহ্যামের। গোল ব্যবধানও সমান দুই দলের। বেশি গোল করায় টটেনহ্যাম শীর্ষে আছে।
আর্সেনাল ও চেলসি সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ পাঁচ দেখায় জয়ের পাল্লা ভারী গানার্সদেরই। চারটিতে জিতেছে তারা, একটি জয় ব্লুজদের। গেল মৌসুমে প্রিমিয়ার লিগে দুই দেখাতেই জিতেছিল আর্সেনাল। স্টামফোর্ড ব্রিজে ১-০ গোলে জিতেছিল মিকেল আর্তেতার দল। চেলসির বর্তমান কোচ মরিসিও পচেত্তিনো। প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে পচেত্তিনো কখনো হোম ম্যাচ হারেননি।
এর আগে ইপিএলের দল টটেনহ্যাম, সাউদাম্পটনের কোচ ছিলেন পচেত্তিনো। সব প্রতিযোগিতা মিলিয়ে আর্সেনালের বিপক্ষে ৬৬ ম্যাচ জিতেছে চেলসি, ড্র ৫৮ ম্যাচে। আর আর্সেনালের জয় ৮৩টি।
লা লিগায় মৌসুমে ৯ ম্যাচ খেলে শীর্ষেই আছে রিয়াল মাদ্রিদ। জুড বেলিংহ্যাম আছেন দারুণ ফর্মে। আজ তাদের খেলা সেভিয়ার বিপক্ষে। রিয়ালের নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদ অ্যাওয়ে ম্যাচ খেলবে সেল্তা ভিগোর বিপক্ষে। বার্সেলোনা আগামীকাল খেলবে আথলেটিক বিলবাওয়ের বিপক্ষে।
জার্মান লিগে বর্তমানে পয়েন্ট টেবিলের তিনে আছে বায়ার্ন মিউনিখ। আজ তাদের খেলা মেইঞ্জের মাঠে। ফ্রেঞ্চ লিগে ফরাসি ক্লাব পিএসজি খেলবে স্ত্রাসবুর্গের বিপক্ষে। আর সিরি আ’তে ভেরোনার বিপক্ষে নাপোলি ও তুরিনোর সঙ্গে ম্যাচ ইন্তার মিলানের।
কিউএনবি/অনিমা/২১ অক্টোবর ২০২৩,/দুপুর ১:৫৮