বিনোদন ডেস্ক : সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বুধবার রাতে অরিজিতের গাড়ি ঢুকতে দেখা যায়। নিমিষেই সেই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি পোস্ট করা হয় সালমান খানের একটি ফ্যান পেজ থেকে।
কারও মতে, করণ জোহরের সঙ্গে যে ছবিটি করছেন সালমান, সেটি নিয়েই হয়তো এ বৈঠক। একটা সময় এই অরিজিৎকে নিজের একের পর এক ছবি থেকে বাদ দেন সালমান। ২০১৬ সালে একটি অ্যাওয়ার্ড শোতে সেরা গায়কের পুরস্কার দেওয়া হয় অরিজিৎকে। সালমান ছিলেন অনুষ্ঠানের সঞ্চালক। সেরা গায়কের পুরস্কার ঘোষণার পর মঞ্চে আসতে বেশ কিছুটা দেরি করেন অরিজিৎ।
কারণ দর্শকাসনে বসে তিনি নাকি ঘুমিয়ে পড়েছিলেন! প্রায় ঘুম চোখেই পুরস্কার গ্রহণ মঞ্চে উঠেন অরিজিৎ। তাকে দেখে স্বভাবসিদ্ধ ভঙিমায় খানিক রসিকতা করেই সালমান জিজ্ঞেস করেন, ‘তুমি কি ঘুমিয়ে পড়েছিলে?’ পালটা অরিজিৎ বলেন, ‘কী করব, আপনারাই ঘুম পাড়িয়ে দিলেন।’ সেদিন ‘তুম হি’ গানের জন্য পুরস্কার পান অরিজিৎ। সেই সময় সালমান বলেন, ‘এমন গান গাইলে দর্শকও ঘুমিয়ে পড়বে।’
যতই চাপা দেওয়ার চেষ্টা করুন সালমান, নতুন একজন গায়কের তরফে এমন বাঁকা জবাব ভালোভাবে নেননি অভিনেতা। তার পর থেকেই শুরু হয় দূরত্ব। যদিও পরবর্তীকালে ক্ষমা চেয়ে চিঠিও পাঠান গায়ক। কিন্তু মন গলেনি ভাইজানের।এমনিতেই বলিউডে ধারণা রয়েছে, সালমানকে চটিয়ে নাকি সেখানে টেকা যায় না। যদিও সেই ধারণা ভেঙেছেন অরিজিৎ। একের পর এক হিট দিয়েছেন। শাহরুখ খান থেকে অক্ষয় কুমার— সবাইকেই কণ্ঠ দিয়েছেন গায়ক। দেশের পয়লা নম্বর গায়কের তকমা পেয়েছেন। তবে কি এবার সালমানের পালা!
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/বিকাল ৪:২১