স্পোর্টস ডেস্ক : দ্বিপক্ষীয় ওয়ানডে ম্যাচে ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ নিয়ে আগ্রহের কমতি থাকে না অনুরাগীদের। দুই দলের পরিসংখ্যানেও এগিয়ে আছে বিরানব্বইয়ের বিশ্বচ্যাম্পিয়নরা। বিপরীতে এ ফরম্যাটের বিশ্বকাপে প্রতিবেশী দেশটির কাছে যেন অসহায় পাকিস্তান।
বিশ্বকাপে পাকিস্তান এবং ভারতের মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৪ অক্টোবর। তার আগে আথারটনের বিশ্বাস, ওয়ানডে বিশ্বকাপে এবার ভারতের বিপক্ষে জয় তুলে নিয়ে সব অপেক্ষার ইতি টানবে পাকিস্তান। এ দুই দলের ম্যাচটাকে এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় লড়াই বলে দাবি করছেন সাবেক ইংলিশ ওপেনার।
আথারটন বলেন, ‘এবারের ওয়ানডে বিশ্বকাপে ভারতকে পাকিস্তান হারিয়ে দেবে। আগের সাত ম্যাচের মধ্যে পাকিস্তান একটাও জিততে পারেনি। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচ হতে যাচ্ছে এটা। ওই ম্যাচটিতে গ্যালারি কানায় কানায় পূর্ণ থাকবে। আমার মনে হয় পাকিস্তান সারপ্রাইজ দেবে।’
কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৩,/দুপুর ২:৩২