জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের সংস্কার কার্যক্রমের উদ্বোধন এবং ইনডোর গেমস ২০২৩-এর পুরস্কার প্রদান অনুষ্ঠান আজ বৃহস্পতিবার, ৭’ই সেপ্টেম্বর ২০২৩ হলের গেমস কক্ষে (নিচতলায়) অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আখতারুজ্জামান এবং সভাপতিত্ব করেন স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. মহিউদ্দিন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. শামসাদ মর্তুজা (আন্তর্জাতিক বিষয়ক পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক ড. মো. নিজামুল হক ভুঁইয়া(সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি) এবং প্রফেসর ড. হাফিজ মুজতবা রিজা আহমেদ (আবাসিক শিক্ষক, স্যার পি.জে. হার্টগ ইন্টারন্যাশনাল হল, ঢাকা বিশ্ববিদ্যালয়)।
অনুষ্ঠানে অর্ধশতাধিক বিদেশী ছাত্র, হলে বসবাসরত শিক্ষকবৃন্দ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের অনুপ্রাণিত করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে এক আনন্দঘন পরিবেশ বিরাজ করে। প্রতিযোগিতার পর পুরস্কার প্রদানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
কিউএনবি/অনিমা/ ০৭.০৯.২০২৩/রাত ১১.০০