এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বাড়ীর ছাদ থেকে পড়ে শাহানাজ বেগম (৫৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার পাতিবিলা ইউনিয়নের হায়াতপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নারী হায়াতপুর গ্রামের জয়নাল হোসেন বিশ্বাসে স্ত্রী।স্থানীয় ইউপি সদস্য জসিম উদ্দীন বলেন, মৃত নারী ঘটনার দিন বাড়ীর ছাদে উঠে সজনের শাক পাড়ছিলো। অসাবধানবসত পা পিছলে তিনি নিচে পড়ে যান।
এতে মারাত্মক আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে সেখান থেকে মৃতদেহ বাড়ীতে আনা হয়েছে। বৃহস্পতিবার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল।
কিউএনবি/অনিমা/৩০ অগাস্ট ২০২৩,/রাত ৯:০৭