বিনোদন ডেক্স : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের সংসারজীবনে ভাঙনের সুর। ঘরোয়াভাবে বিয়ে করেন মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে। শুরুতে এ তারকা দম্পতিকে দারুণভাবে গ্রহণ করেছিলেন ভক্ত-অনুরাগীরা। তবে বছর না ঘুরতেই তাদের বিবাহবিচ্ছেদের খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে বিবাহবিচ্ছেদের বিষয়টি সামনে এলেও এ নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি মেকআপ আর্টিস্ট রোজা আহমেদ। বরং তার ফেসবুক ও ইনস্টাগ্রামে এখনো চোখে পড়ে তাহসানের উপস্থিতি। কাভার ফটোতে রয়েছে তাদের ঘুরতে যাওয়ার ছবি, আগের মতোই রয়ে গেছে তাহসানের সঙ্গে তোলা বিভিন্ন পোস্ট। তাদের বিচের ছবিও এখনো রয়েছে।
এমনকি বিচ্ছেদের খবর প্রকাশের পরও ফেসবুকে দেখা গেছে রোজা আহমেদের একের পর এক নতুন পোস্ট। আরও দেখা গেছে, কখনো বাইরে খেতে যাওয়ার ছবি, কখনো রাতের শহরে ঘোরাঘুরির মুহূর্ত, আবার কখনো হাতে আংটি দেখাচ্ছেন আবার অনেক সময় একগুচ্ছ ফুল। নিজের মতো সময় কাটানোর নানা মুহূর্তই শেয়ার করছেন রোজা। বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেও তার এই সক্রিয় উপস্থিতি সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা তৈরি করেছে।
তাহসান ও রোজার ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, বিয়ের পর দুজনের জীবনদর্শন ও প্রত্যাশার জায়গায় পার্থক্য ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠেছে। তাহসান চেয়েছিলেন আগের চেয়ে অনেক বেশি ব্যক্তিগত ও নিরিবিলি জীবনযাপন করতে। অন্যদিকে রোজার সামাজিক পরিসর ও পরিচিতি বিয়ের পর আরও বেড়ে যায়। এই ভিন্ন মানসিক অবস্থান ও জীবনধারাই তাদের মধ্যে দূরত্ব তৈরি করে।
উল্লেখ্য, গায়ক তাহসান খান এর আগে ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ ১১ বছরের সেই সংসারের ইতি ঘটে ২০১৭ সালে। এরপর মেকআপ আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন। তাদের বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে এলেও এখনো আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।
কিউএনবি/মহন/১৪ জানুয়ারি ২০২৬, /বিকাল ৫:৩৯