আন্তর্জাতিক ডেস্ক : সশস্ত্র জঙ্গি গোষ্ঠী আইএস এক বছরেরও কম সময়ে পাশ্চিমা আফ্রিকার দেশ মালিতে নিজেদের নিয়ন্ত্রণের এলাকা দ্বিগুণ করেছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা নতুন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
তিনটি পক্ষ ২০১৫ সালে মালিতে শান্তি চুক্তিতে স্বাক্ষর করেছিল। একটি সরকার পক্ষ দ্বিতীয়টি সরকারপন্থি মিলিশিয়া এবং দেশটির উত্তর অংশে স্বায়ত্তশাসন চায় এমন গোষ্ঠীগুলির একটি জোট। চুক্তির উদ্দেশ্য ছিল– সংঘাত কবলিত মালিতে শান্তি ফিরিয়ে আনা। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
এ বিষয়ে জাতিসংঘের বিশেষজ্ঞদের প্যানেল শুক্রবার এক প্রতিবেদনে বলেছে, চুক্তি বাস্তবায়ন তো হয়নি বরং অচলাবস্থা তৈরি হয়েছে। বিশেষ করে নিরস্ত্রীকরণ, বিচ্ছিন্নকরণ এবং সশস্ত্র যোদ্ধাদের মূলধারায় ফেরানোটা ছিল অন্যতম লক্ষ্য।
জাতিসংঘ তাদের প্রতিবেদনে জানিয়েছে, এক বছরেরও কম সময়ের বৃহত্তর সাহারায় মালিতে নিজেদের নিয়ন্ত্রণের এলাকা প্রায় দ্বিগুণ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। পূর্ব মেনাকা এবং উত্তর গাওতে আনসোঙ্গোর বড় অংশে, গ্রামীণ এলাকায় গোষ্ঠীটি আধিপত্য বিস্তার করছে।
কিউএনবি/অনিমা/২৮ অগাস্ট ২০২৩,/বিকাল ৪:০৩