শরীয়তপুর প্রতিনিধি শরীয়তপুর প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জম্মদিন উপলক্ষে তার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শরীয়তপুর জেলা বিএনপির উদ্যোগে ১৬ আগস্ট বুধবার দুপুর ১টায় শরীয়তপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যার বাস ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে সদর উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল হক মোল্যার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আলহাজ¦ শফিকুর রহমান কিরন।
এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোহাম্মদ আব্দুস সালাম, জেলা কৃষক দল সভাপতি বিএম হারুন-অর রশিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ টিপু মাদবর, শরীয়তপুর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সামচুল হক ঢালী, জেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক ও সাবেক ভিপি নাজমুল হক বাদল, নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি শামচুল আলম দাদন মুন্সি, সহসভাপতি শহিদুল ইসলাম তারা, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ রয়েল মাঝি, প্রচার সম্পাদক সোহাগ মাদবর, নড়িয়া উপজেলা যুবদলের সাধারণ সম্পদক মাহবুবুর রহমার খোকন, জেলা ছাত্রদল নেতা পান্থ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
শফিকুর রহমান কিরন তার বক্তব্যে বলেন, নিশি রাতের অবৈধ আওয়ামীলীগ সরকার গণতন্ত্র হত্যা করেছে। তাদের অধীনে পুনরায় নির্বাচন-নির্বাচন খেলতে চাই না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন মেনে না নিলে আমারা একদফা দাবী আদায়ের লক্ষ্যে রাজপথে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। জনগণের ভোটাধিকার, আইনের শাসন ও গনতন্ত্রকে ফিরিয়ে আনতে হলে গনতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এই ফ্যাসিবাদ সরকার চায় না খলেদা জিয়ার উন্নত চিকিৎসা হউক। এই সরকার বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়া যদি উন্নত চিকিৎসার অভাবে মৃত্যু বরন করে তাহলে এই দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে।
কিউএনবি/আয়শা/১৬ অগাস্ট ২০২৩,/বিকাল ৫:৩৩