আব্দুর রহিম মন্ডল চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। বাংলাদেশের স্বাধীণতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিক ও জাতীয়
শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনাসভা, চিত্রাংঙ্কন প্রতিযোগীতা,দুস্থদের মাঝে খাবার বিতরন সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনটির শুরুতে শহরে জাতীর জনকের প্রতিকৃতিতে পুস্প স্তপক অর্পন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ সহ দলটির বিভিন্ন অঙ্গ সংগঠন। পরে উপজেলা চত্তর থেকে একটি র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা ছাত্রলীগ।
উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলাতানার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম হাবিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ স¤পাদক ও ফুলশারা ইউনিয়নের চেয়ারম্যান মেহেদি মাসুদ চৌধুরী, পৌর মেয়র নুর উদ্দীন আল মামুন হিমেল, জেলা পরিষদের সদস্য দেওয়ান তৌহিদুর রহমান, উপজেলাপরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি
ও চৌগাছা প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জিয়াউর রহমান রিন্টু প্রমুখ।
আলোচনা সভা শেষে উপজেলার বৈশাখী মঞ্চে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও উপজেলা অওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে খাবার বিতরন করা হয়। এদিন বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় জাতীয় শোক দিবসের দলীয় কর্মসূচি পরিদর্শন করে বেড়িয়েছেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক।এছাড়া উপজেলা সরকারি মডেল হাসপাতাল ও উপজেলার সকল সরকারি বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন সংগঠন দিবসটি উপলক্ষে দোয়া আলোচনা অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন কর্মসুচি পালন করেছেন।
কিউএনবি/আয়শা/১৫ অগাস্ট ২০২৩,/রাত ৮:১৮