স্পোর্টস ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফুটবলের উন্মাদনা এরই মধ্যে অনেক গুন বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে শুরু থেকেই তিনি দারুণ নৈপুণ্য দেখিয়ে চলেছেন। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার খেলা মাঠে বসে দেখার আগ্রহীর সংখ্যাও তাই অনেক। মায়ামির পরবর্তী ম্যাচে বাংলাদেশ সময় আগামী রবিবার। লিগস কাপের শেষ ষোলোয় এফসি ডালাসের বিপক্ষে খেলবে দলটি। এ ম্যাচের সব টিকেট যেমন শেষ হয়ে গেছে মাত্র ১৮ মিনিটেই।
মেজর লিগ সকারের দলে যোগ দেওয়ার পর এটাই প্রথম অ্যাওয়ে ম্যাচে হবে মেসির। হোক না প্রতিপক্ষের মাঠ। মেসিকে দেখার জন্য মুখিয়ে সবাই। টিকেটের দামও তাই আকাশচুম্বী। টেক্সাসের ফ্রিসকোর টয়োটা স্টেডিয়ামে হবে ডালাস-মায়ামি ম্যাচ। এ স্টেডিয়ামের গ্যালারির ধারণক্ষমতা মাত্র ২০ হাজার ৫০০। তাই চাহিদার পরিমাণ টিকেট চাইলেও সরবরাহ করা কঠিন। ডালাস মেজর লিগের ছোট ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি। মেসির সফর অবশ্য তাদের অনেক বেশি অর্থপ্রাপ্তির সুযোগ করে দেবে।
অফিশিয়াল আউটলেটে টিকেট চড়া দামে বিক্রি তো হচ্ছেই। পুন:বিক্রির বাজার আরও চড়া। অনেক দর্শক ৯ হাজার ডলার দিয়েও টিকেট কিনেছে বলে খবর। ডালাসের স্টেডিয়াম ধারণক্ষমতা টিকেটের উচ্চমূল্যের একটি কারণ। আরও একটি কারণ হলো- এই মৌসুমে মেসির ফের ডালাসের মাঠে খেলার সম্ভাবনা কম।
মেসি যোগ দেওয়ার পর মায়ামির খেলার চিত্রই পুরোপুরি বদলে গেছে। মেসি যোগ দেওয়ার আগে টানা ১১ ম্যাচ হেরেছিল দলটি। সেখানে বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড যোগ দেওয়ার পর টানা তিন ম্যাচ জিতেছে দলটি। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতেই গোল পেয়েছেন মেসি। ক্রুজ আজুলের বিপক্ষে যোগ করা সময়ে ফ্রি কিকে গোল করেন। এরপর আটলান্টা ইউনাইটেড ও অরলান্ডো সিটির বিপক্ষে করেন দুটি করে গোল। তিন ম্যাচে তার গোল সংখ্যা ৫টি।
কিউএনবি/আয়শা/০৪ অগাস্ট ২০২৩,/বিকাল ৩:৩২