আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, ব্রিটেনের সরকারি খাতে বেতন-ভাতা বাড়ানোর লক্ষ্যে বাড়তি অর্থের জোগান দিতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে। চলতি সপ্তাহে সরকারি ঘোষণায় বলা হয়েছে, ব্রিটেনে কাজের ভিসার ক্ষেত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়ানো হবে। তবে ঠিক কবে থেকে ভিসার বর্ধিত এ ফি কার্যকর হবে, সে ব্যাপারে সরকার এখনও কিছু স্পষ্ট করেনি।
কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৮