শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

ফের বাড়ছে ব্রিটেনের সব ধরনের ভিসা ফি

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১০৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক ব‌লে‌ছেন, ব্রিটে‌নের সরকারি খাতে বেতন-ভাতা বাড়া‌নোর ল‌ক্ষ্যে বাড়‌তি অর্থের জোগান দি‌তেই এমন পদ‌ক্ষেপ নেয়া হয়েছে। চল‌তি সপ্তাহে সরকারি ঘোষণায় বলা হ‌য়ে‌ছে, ব্রিটেনে কা‌জের ভিসার ক্ষে‌ত্রে ফি ১৫ শতাংশ ও অন্য সব ভিসার ফি ২০ শতাংশ বাড়া‌নো হ‌বে। ত‌বে ঠিক কবে থেকে ভিসার ব‌র্ধিত এ ফি কার্যকর হ‌বে, সে ব্যাপা‌রে সরকার এখনও কিছু স্পষ্ট ক‌রেনি।

ত‌বে এনএইচএসের হেলথ সারচার্জ এখন প্রাপ্তবয়স্ক আবেদনকারীদের জন্য বে‌ড়ে ১ হাজার ৩৫ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৭৭৬ পাউন্ড দি‌তে হ‌বে। ২০১৫ সালের মা‌র্চে যখন হেলথ সারচার্জ ফি নেয়া শুরু হয়, তখন জনপ্রতি ফি ছিল ২০০ পাউন্ড। ২০১৮ সা‌লের ডি‌সেম্বরে এ ফি ৪০০ টাকা করা হয়। ২০২০ সালের ডি‌সেম্বরে তা আরেক দফা বাড়িয়ে প্রাপ্তবয়স্ক‌দের জন্য ৬২৪ পাউন্ড এবং শিক্ষার্থী ও শিশু‌দের জন্য ৪৭০ পাউন্ড করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১৬ জুলাই ২০২৩,/বিকাল ৩:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit