বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের মাদক ব্যবসায়ী মো. জহিরুল ইসলাম প্রকাশ জহিরের বাড়ির মালামাল ক্রোক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর গ্রামে জহিরের বাড়িতে অভিযান চালিয়ে একটি ড্রেসিং টেবিল ও একটি খাট ক্রোক করা হয়। জহির কাশিনগর গ্রামের জজ মিয়ার ছেলে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজু আহমেদ জানান, বিচারাধীন মাদক মামলায় পলাতক থাকায় জহিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। জহির আদালতে উপস্থিত না হওয়ায় তার অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। ওই নির্দেশের আলোকে পুলিশ অভিযান চালায়।
কিউএনবি/আয়শা/০৭ জুলাই ২০২৩,/দুপুর ১:৩০