স্পোর্টস ডেস্ক : নিজ মুখে নিজের ফিটনেস দেখার অন্যরকম প্রক্রিয়ার কথা বলে বিপদেই পড়লেন তামিম ইকবাল। মঙ্গলবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছিলেন ম্যাচ খেলে ইনজুরির কি অবস্থা তা জানতে চান। তবে আন্তর্জাতিক ম্যাচে খেলে ফিটনেস পরীক্ষা করার এই প্রক্রিয়া কোথাও নেই। এতেই বিপদে পড়েছেন তামিম।
টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে খোদ বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন তামিমের এমন সিদ্ধান্তের বিরোধীতা করেছেন। এমন কি কোচ চন্ডিকা হাথুরুসিংহেও তামিমের সিদ্ধান্তে বিরক্ত বলে জানা গেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে বোর্ড প্রধান পর্যন্ত সবাই চেয়েছিলেন তামিম বিশ্রামে থাকুক।
এমন অবস্থায় তামিম আজ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অধিনায়ক হয়ে টস করতে আসবেন কিনা বা একাদশে থাকবেন কিনা এ নিয়ে বর প্রশ্ন দেখা দিয়েছে। যদিও অধিনায়ক হিসেবে তামিম গতকাল সন্ধ্যায় সিরিজের ট্রফি উন্মোচনে অংশ নেন।
কিউএনবি/আয়শা/০৫ জুলাই ২০২৩,/দুপুর ১২:৪৩