মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের মৃত মনমথ নাথ বর্মনের পুত্র জিতেন্দ্রনাথ বর্মনের ক্রয়কৃত সম্পত্তি প্রতিপক্ষ আব্দুল ফাত্তাহ ও তার পরিবার বিক্রির পরেও দখলের চেষ্টা।
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব কাঁটাবাড়ী গ্রামের মৃত মনমথ নাথ বর্মনের পুত্র জিতেন্দ্রনাথ বর্মনের লিখিত অভিযোগ ও ক্রয়কৃত দলিল সূত্রে জানা যায় যে, পশ্চিম কাঁটাবাড়ী গ্রামের মোঃ আজগর আলীর পুত্র মোঃ আমিনুল ইসলাম এর টাকার প্রয়োজন হলে কাঁটাবাড়ী মৌজার জেএল নং-৫০, বিএস নং-৪৪৫ দাগের বাস্তু ৪৪ শতাংশের মধ্যে ৩২ শতাংশ তন্মেধ্যে ১০ শতাংশ জমি ৪৩ লক্ষ ৫৫ হাজার টাকায় জিতেন্দ্রনাথ এর কাছে গত ১৮/০৬/২০২৩ ইং তারিখে ফুলবাড়ী সাব-রেজিষ্ট্রি অফিসে দলিলের মাধ্যমে রেজিষ্ট্রি করে দেন। যাহার দলিল নং-২৫৩৭, ২০২৩ইং।
উল্লেখ্য যে, মোঃ আব্দুল ফাত্তাহ্ মন্ডল এর নিকট থেকে গত ০১/০৩/২০১২ ইং তারিখে মোঃ আমিনুল ইসলাম রেজিষ্ট্রি কৃত ১০১২ নং কবলা দলিল মূলে ০৮ শতক ও গত ৩০/০৮/২০১২ ইং তারিখে রেজিষ্ট্রিকৃত ৩৭২৪ নং কবলা দলিল মূলে ০২ শতক জমি মোট ১০শতক উক্ত জমি ০২টি দলিলে মোঃ আমিনুল ইসলাম ক্রয় করেন। এবং খাজনা খারিজ মাঠ পর্চা তার নামে করেন। তার উক্ত জমি তিনি ভূমি আইন অনুযায়ী জিতেন্দ্রনাথ বর্মনের নিকট বিক্রয় করেন।
জিতেন্দ্রনাথ বর্মন তার ক্রয়কৃত জমিতে গত ২৩ জুন ঘেরা দিতে গেলে প্রতিপক্ষ আব্দুল ফাত্তাহ্ মন্ডল ও তার পরিবার বাঁধা প্রদান করেন। উক্ত সম্পত্তি উদ্ধারকল্পে ফুলবাড়ী সহকারী আদালতে গত ০৯/০১/২০২৩ইং তারিখে আব্দুল ফাত্তাহ্ এর স্ত্রী আমিনুল ইসলামকে বিবাদী করে একটি মামলা করেন, যাহার মামলা নং-০৮/২৩। পরবর্তীতে দিনাজপুর জজ আদালতে মামলাটি স্থানান্তর করেন। যাহার কেস নং-৪৭/২৩।
উক্ত মামলার নিষেধাজ্ঞা আদেশ থেকে জানা যায়, বাদিনী মোছাঃ ফেরদৌসি বেগম এর স্বামী মোঃ আব্দুল ফাত্তাহ মন্ডল ৩২ শতাংশ সম্পত্তির পূর্বাংশে পাকা বাড়ি নির্মাণ করেন এবং সেখানে বাদিনী সহ বসবাস করেন। তিনি গত ৩০/১০/২০০০ ইং তারিখে তার বাড়ি সংলগ্ন পশ্চিম দিকে ০৮ শতাংশ জমি তার স্ত্রী অর্থাৎ বাদিনী বরাবর দানপত্র করেন।
কিন্তু দলিল করার সময় অসৎ উদ্দেশ্যে দলিলটি কবলা দলিল করেছেন বলে মামলার নথিতে আদালত উল্লেখ করেন। ৩২ শতাংশ সম্পত্তির মধ্যে পশ্চিমে ও উত্তর-দক্ষিণ লম্বা ০৮ শতক সম্পত্তি বিবাদী মোঃ আমিনুল ইসলামের নিকট বিক্রি করেন। উক্ত সম্পত্তি আমিনুল ইসলাম বৈধ কাগজপত্র দিয়ে জিতেন্দ্রনাথ বর্মনের নিকট বিক্রি করেন। উক্ত জমি উদ্ধার কল্পে জিতেন্দ্রনাথ বর্মন প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করেছেন।
কিউএনবি/আয়শা/০১ জুলাই ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩