স্পোর্টস ডেস্ক : ভারতের মতো বিশাল দেশে বিশ্বকাপ মানে দীর্ঘ ভ্রমণের ঝক্কি পোহানো। এক শহর থেকে আরেক শহরে ঘুরে ঘুরে ম্যাচ খেলবে দলগুলো। তবে প্রত্যেকটা দলের সমান দীর্ঘ পথ অতিক্রম করতে হবে না। এবারের আসরে শিরোপা জিততে সবচেয়ে বেশি দূরত্ব পাড়ি দিতে হবে স্বাগতিক ভারতকেই। রোহিত শর্মার দল গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে ভিন্ন ভিন্ন নয়টি ভেন্যুতে।
যে কারণে ৩৪ দিনে তাদের পাড়ি দিতে হবে প্রায় ৮ হাজার ৩৬১ কিলোমিটার। বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত উঠতে হলে পাড়ি দিতে হবে আরও দীর্ঘ পথ। তখন সেমিফাইনাল ও ফাইনালসহ মোট ৪২ দিনে ১১ ম্যাচ খেলতে তাদের পারি দিতে হবে ৯ হাজার ৭০০ কিলোমিটার।
বিশ্বকাপের সূচি অনুযায়ী বাংলাদেশ গ্রুপ পর্বের ৯টি ম্যাচ খেলবে ৬টি ভেন্যুতে। তাতে বাংলাদেশকে আকাশপথে পাড়ি দিতে হবে ৭ হাজার ৩২৯ কিলোমিটার। এর সঙ্গে প্রস্তুতি ম্যাচের জন্য বাড়তি দূরত্বের ভ্রমণ তো আছেই। ৭ অক্টোবর ধর্মশালায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ। আর শেষ ম্যাচে ১২ নভেম্বর মূল পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ধর্মশালা ছাড়াও বাংলাদেশ ম্যাচগুলো খেলবে পুনে, কলকাতা, চেন্নাই, মুম্বাই ও দিল্লিতে। এর মধ্যে ধর্মশালা, পুনে ও কলকাতায় দুটি করে ম্যাচ খেলবে তামিম ইকবালের দল।
মূলপর্বের আগে বাংলাদেশ গুয়াহাটিতে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই ভেন্যু থেকে বাংলাদেশ আকাশপথে যাবে প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায়। গুয়াহাটি থেকে ধর্মশালার দূরত্ব ১ হাজার ৬৩৯ কিলোমিটার। হিমাচল প্রদেশের এই শহরেই প্রথম দুই ম্যাচ খেলবে টাইগাররা। পরের ৭টি ম্যাচ খেলতে বাংলাদেশ ভ্রমণ করবে আরও পাঁচটি ভেন্যু। বাংলাদেশের পরের ম্যাচগুলির ভ্রমণসূচি – ধর্মশালা থেকে চেন্নাই (২ হাজার ১৬৯ কিলোমিটার), চেন্নাই থেকে পুনে (৯১২ কিলোমিটার), পুনে থেকে মুম্বাই (১১৮ কিলোমিটার), মুম্বাই থেকে কলকাতা (১ হাজার ৬৫২ কিলোমিটার), কলকাতা থেকে দিল্লি (১ হাজার ৩০৫ কিলোমিটার), দিল্লি থেকে পুনে (১ হাজার ১৭৩ কিলোমিটার)।
ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮টি ভেন্যুতে খেলবে ইংল্যান্ড ও টুর্নামেন্টের সফলতম দল অস্ট্রেলিয়া। ভারতের মতোই ইংল্যান্ডেরও কোনো ভেন্যুতে দুইটি ম্যাচ নেই। ভারতের পর দ্বিতীয় সর্বোচ্চ পথ ভ্রমণ করতে হবে তাদেরই। ইংলিশদের মোট পথ পাড়ি দিতে হবে ৮ হাজার ১৭১ কিলোমিটার। পাকিস্তান মূল পর্বের ৯টি ম্যাচ খেলবে ৫টি ভেন্যুতে। চারটি ভেন্যুতে তাদের খেলতে হবে ২টি করে ম্যাচ।
ভারতের বিপক্ষে ম্যাচটি তাদের খেলতে হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে, যে ভেন্যুতে ভারতের বিপক্ষে খেলতে অনীহা প্রকাশ করেছিল পাকিস্তান। মূল পর্বে পাকিস্তানকে ভ্রমণ করতে হবে ৬ হাজার ৮৪৯ কিলোমিটার। ইংল্যান্ডের সমান আটটি ভেন্যুতে খেললেও ভারত, ইংল্যান্ড ও বাংলাদেশের চেয়ে কম দূরত্ব পাড়ি দিতে হবে অস্ট্রেলিয়াকে। ৮টি ভেন্যুতে ৯টি ম্যাচ খেলতে ৬ হাজার ৯০৭ কিলোমিটার পাড়ি দিতে হবে স্মিথ-ওয়ার্নার।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:০০