স্পোর্টস ডেস্ক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের মানুষদের শুভেচ্ছা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে করা পোষ্টে এই শুভেচ্ছা জানিয়েছে সংস্থাটি। টুইটারে লিওনেল মেসি, আনহেল দি মারিয়া, রদ্রিগো দি পলের ছবি সংবলিত একটি কার্ড শেয়ার সংস্থাটি লিখেছে, ‘বাংলাদেশের সকল প্রিয় বন্ধুদেরকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ঈদ মোবারক! এই উৎসব হোক ভালোবাসা, শান্তি এবং প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া স্মরণীয় মুহূর্ত।’
গত কাতার বিশ্বকাপ থেকেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ও বাংলাদেশের সমর্থকদের মধ্যে আলাদা এক বন্ধন তৈরি হয়েছে। সেই সময় লিওনেল মেসিদের নিয়ে বাংলাদেশের মানুষদের উন্মাদনা পুরো বিশ্বের নজর কাড়ে। তাতে করে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে কূটনৈতিক সম্পর্কও অন্য মাত্রা পায়। বাংলাদেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ যেমন এখন আর্জেন্টিনা ফুটবল দলের ব্র্যান্ড পার্টনার।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৫:১৯