স্পোর্টস ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনালদো, করিম বেনজেমাদের পথ ধরে সৌদি আরবের ক্লাবে যোগ দিলেন এডুয়ার্ডো মেন্দি। প্রিমিয়ার লিগের দল চেলসি ছেড়ে সৌদি প্রো লিগের ক্লাব আল আহলিতে যোগ দিয়েছেন সেনেগাল জাতীয় দলের এই গোলরক্ষক। বুধবার সৌদির ক্লাবটি মেন্দির সঙ্গে তিন বছরের চুক্তির কথা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে। অর্থাৎ ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ৩১ বছর বয়সী গোলরক্ষক।
মেন্দির সৌদি লিগে পাড়ি দেওয়ার গুঞ্জন চলছিল কিছুদিন ধরেই। এর আগে চেলসি ছেড়ে তার স্বদেশি কালিদু কুলিবালি যোগ দিয়েছেন আল হিলালে।ফরাসি ক্লাব রেন থেকে ২০২০ সালে চেলসিতে যোগ দেন মেন্দি। ২০২১ সালে স্ট্যামফোর্ড ব্রিজের দলটির চ্যাম্পিয়ন্স লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।
সে বছর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন মেন্দি। পেয়েছিলেন ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কারও। শুধু ক্লাব ফুটবলেই নয়, আন্তর্জাতিক ফুটবলেও দক্ষতার ছাপ রেখেছেন সেনেগালের গোলরক্ষক। আফ্রিকা কাপ অফ নেশনসের ফাইনালে গুরুত্বপূর্ণ পেনাল্টি বাঁচিয়ে দেশকে চ্যাম্পিয়ন করেছিলেন মেন্দি। চেলসির হয়ে মোট ১০৫টি ম্যাচ খেলেছেন মেন্দি। এর মধ্যে ৩০ ম্যাচে তাকে পরাস্ত করতে পারেননি প্রতিপক্ষ দলের ফুটবলারেরা।
কিউএনবি/আয়শা/২৯ জুন ২০২৩,/বিকাল ৩:৩০