স্পোর্টস ডেস্ক : শনিবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় ইংল্যান্ডের ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের চতুর্থ দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া ও ভারত। এ দিন ২৯৬ রানের লিড নেয়া অস্ট্রেলিয়া পুনরায় দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে।
চতুর্থ দিনে উইকেটে নেমেছেন আগের দিনের অপরাজিত দুই অজি ব্যাটসম্যান মার্নাস লাবুশেন ও ক্যামেরুন গ্রিন। এই দুই ব্যাটসম্যানকে ভারতীয় বোলাররা দ্রুত ফেরাতে পারলেই সহজসাধ্য রানের মধ্যেই অস্ট্রেলিয়াকে আটকে ফেলা যেতে পারে। সেক্ষেত্রে ম্যাচের নিয়ন্ত্রণ রোহিত শর্মার দল নিজেদের হাতে নিতে পারে।
তবে সেজন্য করতে হবে সময়ের অপেক্ষা। উইকেটে থাকা অজি দুই ব্যাটারকে ফেরানোর পাশাপাশি বাকিদেরও দ্রুত ফেরাতে হবে। যেখানে ১১৮ বলে ৪১ রান করা লাবুশেন ও ২৭ বলে ৭ রান করা ক্যামেরুন গ্রিন নতুন করে ব্যাটিং শুরু করেছেন।
প্রথম ইনিংসে ৪৬৯ রান তুলেছিল প্যাট কামিন্সের দল। জবাবে ২৯৬ রান তুলতেই গুটিয়ে যায় ভারত। দ্বিতীয় ইনিংসে নেমে তৃতীয় দিন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১২৩ রান করেছে অস্ট্রেলিয়া। তাতে ২৯৬ রানের ওঠে স্কোরবোর্ডে।
কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৩,/বিকাল ৪:৩৪