বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

বাংলাদেশ অত্যন্ত দু:সময় পার করছে – নরসিংদীতে জিএম কাদের 

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ১৮০ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদী জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ (৩ জুন) শনিবার জেলা জাতীয় পার্টির দ্বি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জিএম কাদের  বলেন , বাংলাদেশ অত্যন্ত দু:সময় পার করছে। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে তাতে সাধারণ মানুষ কুলিয়ে উঠতে পারছে না।

মধ্যবিত্তরা আজকে নিম্নবিত্ত নয়, অনেকে দরিদ্র হয়ে গেছেন। চাকরিজীবীর বেতন বাড়ে নাই, ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দিতে হচ্ছে। এই অবস্থা থেকে সামনে যদি দেশকে উদ্ধার করতে হয়, তাহলে একদলীয় স্বৈরশাসন থেকে দেশকে মুক্ত করতে হবে। না হলে না খেয়ে মারা যেতে হবে, কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাবে, সেখানে কথা বলার কোন অধিকার থাকবে না। ডিজিটাল আইনের সমালোচনা করে তিনি বলেন, এখন সরকারের বিরুদ্ধে কথা বললে কোন মিডিয়া তা প্রচার করতে পারে না।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে জাতীয় পার্টির মহাসচিব বীরমুক্তিযোদ্ধা মো: মজিবুল হক চুন্নু এমপি বলেন, আওয়ামী লীগ ও বিএনপি ৩৩টা বছর দেশ শাসন করেছে। দুটি দল লুটপাট করে খেতে খেতে আবারও পাগল হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। কিন্তু আওয়ামী লীগ ও বিএনপি এখনও জানে না কী পদ্ধতিতে নির্বাচন করতে হবে এবং তারা সেটি ঠিক করতে পারে নাই। একদল বলে তত্ত্বাবধায়ক, আরেক দল বলে সংবিধান আর আমরা বলি তত্ত্বাবধায়ক আর সংবিধান নয়, মানুষের মুক্তি চাই, মানুষের ভোটের অধিকার প্রয়োগ চাই।

এসময় ঘোষিত বাজেটকে জনস্বার্থ বিরোধী দাবি করে বাজেট এর সমালোচনা করে তিনি বলেন, একটা কলমের মধ্যে ১৫ শতাংশ ট্যাক্স আরোপ করেছে এই সরকার। আমরা ভোটযুদ্ধে নেমেছি, ক্ষমতার পরিবর্তনের যুদ্ধ। ৩৩ বছরে যে দুই দল জনগণকে কষ্ট দিয়েছে, দুর্নীতি করেছে, টাকা পাচার করেছে, দু:শাসন দিয়েছে, গণতন্ত্র নষ্ট করেছে এই দুই দলের বাইরে জনগণের স্বার্থে ৩০০ আসনে লড়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চায় জাতীয় পার্টি।

জেলা জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সমম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইসলাম এমপি, নাজমা আক্তার এমপি, লিয়াকত হোসেন খোকা এমপি, আলমগীর সিকদার লোটনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। সম্মেলনে নতুন নেতৃত্বের কমিটি ঢাকায় গিয়ে ঘোষণা দেয়া হবে বলে জানান আয়োজকরা।

 

 

কিউএনবি/আয়শা/০৩ জুন ২০২৩,/সন্ধ্যা ৬:৪৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit